আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক

শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২, বিকাল ০৫:৫৫

Advertisement Advertisement

নীলফামারী: ঘন কুয়াশা কেটে যাওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা দেড়টা থেকে ফ্লাইট স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কম থাকায় সকাল থেকে বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ করতে পারেনি। এতে বাংলাদেশ বিমান, ইউএস-বাংলা ও নভোএয়ারের পাঁচটি ফ্লাইটের ঢাকাগামী তিন শতাধিক যাত্রী দুর্ভোগে পড়েন।  

স্থানীয় আবহাওয়া কার্যালয়ের তথ্য মতে, উত্তরের জেলা নীলফামারীতে ক্রমান্বয়ে তাপমাত্রার পারদ কমছে। গত এক সপ্তাহ থেকে এ অঞ্চলে তাপমাত্রা ১১-১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। সেই সঙ্গে মধ্য রাত থেকে সকাল পর্যন্ত চারদিক ঘন কুয়াশায় ঢাকা থাকছে।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া কার্যালয়ের ইনচার্জ লোকমান হোসেন বলেন, শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু গতকাল বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।  

অন্যদিকে, ঘন কুয়াশা কেটে যাওয়ায় দুপুর দেড়টার পর সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়। সাধারণত ২ হাজার মিটার দৃষ্টিসীমা থাকলে বিমান ওঠা-নামা করতে পারে জানান তিনি।

এ বিষয়ে বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়েছিল। শীতকালে বৈরী আবহাওয়ার কারণে চলাচলে প্রায়ই বিঘ্ন ঘটে। তবে কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

মন্তব্য করুন


Link copied