আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সৈয়দপুরে মসজিদের দেওয়াল ভেঙে শ্রমিক নিহত

বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, রাত ০৮:২৪

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নির্মানাধীন মসজিদের দেওয়াল ভেঙে শফিকুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৫ মে) দুপুরে সৈয়দপুর উপজেলার স্টেশন গেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ি এলাকার আব্দুর রশিদের ছেলে। 
স্থানীয়রা জানায়, ওই এলাকার বাইতুন নূর জামে মসজিদের দ্বিতীয়তলায় কাজ করছিলেন শফিকুল ইসলাম। এসময় মসজিদের একটি দেওয়াল ভেঙে তার গায় পড়ে। স্থানীয় ও সহকর্মীরা তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

মন্তব্য করুন


Link copied