আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সেঞ্চুরির পথে ছুটতে থাকা লিটন

শুক্রবার, ৫ আগস্ট ২০২২, দুপুর ০৪:১৪

Advertisement Advertisement

তামিম ইকবালের সঙ্গে লিটন দাসের শুরুটা হয় দুর্দান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে উদ্বোধনী জুটিতে এই দুই ওপেনার ১১৯ রানের জুটি।

এরপর সিকান্দার রাজার বলে হুক করতে গিয়ে কাইয়ার হাতে ক্যাচ তুলে দিয়ে ৯ চারে ৮৮ বলে ৬২ রান করে বিদায় নেন তামিম।  
তামিম ফিরলেও ব্যাট করতে থাকা এনামুল হক বিজয়কে নিয়ে লড়তে থাকেন লিটন। ৭৫ বলে ফিফটি হাঁকিয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৩৪তম ওভারে এসে বাঁধে বিপত্তি। সিঙ্গেল নেওয়ার জন্য দৌড়াতে গিয়ে ব্যথা অনুভব করেছেন লিটন দাস। স্ট্রেচারে করে এরপর মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি ওপেনারকে। ৮৯ বলে ৮১ রান করে মাঠ ছাড়লেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৯৫ রান করেছে বাংলাদেশ। বিজয় ৩৫ ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৬ রানে।

মন্তব্য করুন


Link copied