নিউজ ডেস্ক: হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি এশিয়া কাপ মিশন। ১৯৮৬ সাল থেকে নিয়মিত মহাদেশীয় কাপ খেলছে বাংলাদেশ। রানার্সআপ হয়েছে ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে। এবার প্রথম শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে খেলছেন টাইগাররা।
টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে টাইগাররা খেলছেন টানা তিন সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে। ‘বি’ গ্রুপ থেকে হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোর খেলতে চান টাইগাররা।
আমিরাতে ২০২২ সালে সর্বশেষ টি-টোয়েন্টি এশিয়া কাপে সুপার ফোর খেলতে পারেনি বাংলাদেশ। আবার ২০১৬ সালের ঘরের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি এশিয়া কাপে রানার্সআপ হয়েছিল। এবার স্বপ্ন শিরোপা জয়।
হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ একাদশ সাজাতে পারে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। পেস আক্রমণের নেতৃত্ব দেবেন তাসকিন আহমেদ। সঙ্গে থাকতে পারেন মুস্তাফিজ ও তানজিম সাকিব।
স্পিন আক্রমণে থাকতে পারেন রিশাদ হোসেন ও শেখ মাহেদি। টপ অর্ডারে তানজিদ তামিম ও পারভেজ ইমন ওপেন করতে পারেন। একাদশে আরও থাকার সম্ভাবনা তাওহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলীদের।
হংকংয়ের বিপক্ষে ম্যাচের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক-উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।