আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

হাকিমপুরে বর্তমান চেয়ারম্যানকে হারালেন রাজ

বুধবার, ৮ মে ২০২৪, রাত ০৯:৫৯

Advertisement Advertisement

দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনে জয় পেয়েছেন কামাল হোসেন রাজ। বেসরকারি ফলাফলে ‘মোটরসাইকেল’ প্রতীকে তিনি ২২ হাজার ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। তিনি ‘টেলিফোন’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন।

বুধবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে হাকিমপুর উপজেলা নির্বাচন ও সহকারী রিটারিং কর্মকর্তা মো. শিমুল সরকার নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করেন। 

শিমুল সরকার বলেন, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয় হাকিমপুর উপজেলা পরিষদ নির্বাচনের। মোটরসাইকেল প্রতীকের কামাল হোসেন রাজ ২২ হাজার ২৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘টেলিফোন’ প্রতীকের হারুন উর রশিদ হারুন পেয়েছেন ১৯ হাজার ৩৭৮ ভোট। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর চেয়ারম্যান পদ প্রার্থী ‘আনারস’ প্রতীকের আমিনুল ইসলাম পেয়েছেন ২ হাজার ২৪২ ভোট।   

হাকিমপুর উপজেলা তিনটি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ৮০ হাজার ৩৩৬ জন। ভোট পড়েছে ৫৫ দশমিক ২৫ শতাংশ।

প্রসঙ্গত, এই উপজেলায় প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী না থাকায় আগেই ভাইস চেয়ারম্যান পদে শহিনুর রেজা শাহিন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে পারুল নাহার নির্বাচিত হয়েছেন।  

মন্তব্য করুন


Link copied