আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

১০ বছর পর বড় পর্দায় আসছে দেব-শুভশ্রী

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, রাত ১১:১৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: দশকের অপেক্ষা শেষে অবশেষে বড় পর্দায় ফিরছে টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। দীর্ঘ ১০ বছর পর তাঁদের একসঙ্গে দেখা যাবে নতুন ছবি ‘ধূমকেতু’-তে। সোমবার ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত হয়ে একসঙ্গে মঞ্চে দাঁড়ান দুই তারকা। অনুরাগীদের উচ্ছ্বাসে তখন মুখর হয়ে ওঠে গোটা আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই দেবকে উদ্দেশ্য করে শুভশ্রীর মজার ছলে বলা প্রস্তাব, 'আমার সঙ্গে বন্ধুত্ব করবে?' জবাবে দেবের পাল্টা প্রশ্ন, 'কেন?' একগাল হেসে শুভশ্রী জানান, 'এমনি।' মুহূর্তেই হালকা মেজাজে জমে ওঠে মঞ্চ।

দেবও ছাড়েননি। শুভশ্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করেন, 'ছবির প্রচারে আমার নাম এলেই তোমার মুখটা এমন গম্ভীর হয়ে যাচ্ছিল কেন?' একটু থেমে শুভশ্রীর উত্তর, 'এটা সম্পূর্ণ ভুল ধারণা। শুভশ্রী নামের সঙ্গেই হাসি জড়িয়ে থাকে।'

অনুরাগীদের উৎসাহে সোশ্যাল মিডিয়ায় একে-অন্যকে ফলোব্যাক করেন তাঁরা, তুলেন সেলফিও। ভক্তদের উদ্দেশে মঞ্চ থেকেই প্রতিশ্রুতি দেন এই জুটি আবারও ফিরবে একসঙ্গে আরও নতুন গল্প নিয়ে।

অনুষ্ঠানের শেষদিকে তাঁদের বিখ্যাত গানে নাচ করে আবেগঘন মুহূর্ত তৈরি করেন দেব ও শুভশ্রী। মজার ছলে অতীতে তাঁদের মধ্যে তৈরি হওয়া ‘সন্তান’, ‘খাদান’ বিতর্কেরও যেন একপ্রকার ইতি টানলেন তাঁরা।

এখন অপেক্ষা, ‘ধূমকেতু’ কতটা আলোড়ন তোলে প্রেক্ষাগৃহে।

মন্তব্য করুন


Link copied