নিউজ ডেস্ক: চাকরি সূত্রে বদলি হয়ে প্রতি জেলাতেই অন্তত একটি বিয়ে করে আলোচিত-সমালোচিত বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কবির হোসেন পাটোয়ারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে নগরীর নথুল্লাবাদ এলাকায় বন বিভাগের কোস্টাল সার্কেল কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ। কবির হোসেন চাঁদপুর জেলার তুষপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি কোয়ার্টার থেকে ট্রাকে মালামাল সরিয়ে পালানোর চেষ্টা করছিলেন কবির হোসেন পাটোয়ারী। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায় এবং ট্রাকভর্তি মালামাল জব্দ করে।
বরিশাল সদর ফরেস্টার আবু সুফিয়ান সাকিব জানান, দায়িত্বে থাকাকালীন সময়ে কবির হোসেন বিভিন্নজনের কাছ থেকে টাকা ধার নেন। শুধু তার কাছেই দেনা রয়েছে প্রায় সাত লাখ টাকা। এ ছাড়া, স্থানীয়দের কাছ থেকেও টাকা নিয়ে ফেরত দেননি তিনি। বুধবার রাতে সরকারি বাংলো থেকে মালামাল সরানোর সময় বিষয়টি টের পেয়ে পাওনাদার ও এলাকাবাসী মিলে তাকে আটক করেন। তার ট্রাকে সরকারি মালামালও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এসআই মো. রিয়াজ বলেন, স্থানীয়দের হাতে আটক হওয়া কবির হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
তবে কবির হোসেন পালানোর অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে তিনি সংবাদকর্মীদের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
প্রসঙ্গত, চাকরি সূত্রে স্বাভাবিক নিয়মে দেশের বিভিন্ন জেলায় বদলি হন বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারী। কিন্তু বদলি হওয়ার পর প্রতি জেলাতেই অন্তত একটি বিয়ে করেছেন তিনি। গত ১১ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে তার ১২ স্ত্রী একত্রে মানববন্ধন করলে বিষয়টি সামনে আসে। জানা যায়, এই ১২ জনই নয়, আরও পাঁচজন স্ত্রী রয়েছে তার। কবির হোসেন পাটোয়ারীর অফিসের সামনে এভাবে জড়ো হয়ে, ব্যানারসহ দাঁড়িয়ে স্ত্রীদের মানববন্ধন ও নারী বিষয়ক নানা কুকীর্তি ফাঁসের ঘটনা দেশজুড়ে তুমুল আলোচিত হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ, বয়ে যায় সমালোচনার ঝড়। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; শুরু হয় জোর তদন্ত।
এর আগে, ঢাকা, খুলনা, সিরাজগঞ্জ ও বাগেরহাটসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় একই ধরনের অভিযোগে এর আগেও তিনি দু’বার বরখাস্ত হয়েছিলেন। তবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবারো চাকরিতে ফিরে আসেন। বর্তমানে তার বিরুদ্ধে আদালতে নতুন মামলা হয়েছে, যা পিবিআই তদন্ত করছে।
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, এবার এক সপ্তাহ না যেতেই মঙ্গলবার বিকেলে বন কর্মকর্তা কবির হোসেন পাটোয়ারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তদন্তে তার ১৭ বিয়ের প্রাথমিক সত্যতা পেয়েছে সংশ্লিষ্ট কমিটি। কবির হোসেনকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে নিজেই গণমাধ্যমকে বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেছেন কবির হোসেন। তবে কবে বরখাস্তের চিঠি পেয়েছেন সে বিষয়ে তিনি কোনো তথ্য দিতে রাজি হননি।