আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

৩ মাসের সাজা থেকে বাঁচতে তিন বছর পলাতক

সোমবার, ৪ আগস্ট ২০২৫, রাত ০৮:৪৭

Advertisement Advertisement

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে তিন মাসের সাজা থেকে বাঁচতে তিন বছর পলাতক থাকার পর সৈয়দ সামিউল ইসলাম (৩৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার পার্শ্ববর্তী শ্বশুরবাড়ি থেকে সামিউলকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার।

গ্রেফতার সামিউল উপজেলার বনগ্রাম ইউনিয়নের মন্দুয়ার এলাকার মৃত সৈয়দ মনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, ২০২২ সালে আদালতে দায়ের করা পারিবারিক দেনমোহর সংশ্লিষ্ট মামলায় গাইবান্ধা জেলা দায়রা জজ আদালতের সহকারী বিচারক (সাদুল্লাপুর) আবু রায়হানের আদালত সামিউলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এরপর তিন বছর ধরে পলাতক থাকার পর শ্বশুরবাড়ি থেকে সামিউলকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, তিন মাসের সাজা থেকে বাঁচতে তিন বছর ধরে পলাতক ছিলেন সামিউল। আজ দুুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মন্তব্য করুন


Link copied