আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

৫ টাকা কমলো জ্বালানি তেলের দাম, রাত ১২টা থেকে কার্যকর

মঙ্গলবার, ৩০ আগস্ট ২০২২, সকাল ০৫:৪১

Advertisement Advertisement

ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের মূল্য লিটারে ৫ টাকা কমিয়েছে সরকার। নতুন মূল্য রাত ১২টার পর থেকে কার্যকর হবে।

সোমবার (২৯ আগস্ট) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড গতকাল ২৮/০৮/২০২২ তারিখে প্রজ্ঞাপনে আগামী ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত ডিজেলের ওপর আরোপণীয় সমুদয় আগাম কর হতে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০% এর পরিবর্তে ৫% নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের মূল্য সমন্বয় করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা, কেরোসিন ১০৯ টাকা, অকটেন ১৩০ টাকা এবং পেট্টোল ১২৫ টাকা লিটার হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, কিছুটা কর কমানোয় জ্বালানি তেলের মূল্যে সমন্বয় করা হলো।

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে আবারও সমন্বয় করা হবে।

মন্তব্য করুন


Link copied