আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

৫ তরুণের ৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চরকিতে

শনিবার, ৩ মে ২০২৫, রাত ০২:৩৫

Advertisement Advertisement

বিনোদন ডেস্ক:  তরুণ নির্মাতাদের উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ভিন্ন ভাবনা ও নির্মাণের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার পরিপ্রেক্ষিতে চরকিতে মুক্তি পেয়েছে পাঁচজন তরুণ নির্মাতার পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

 

পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো- আহসান স্মরণ নির্মিত ‘আকাশে’, আবীর ফেরদৌস মুখর পরিচালিত ‘সুব্রত সেনগুপ্ত’, মাহমুদুল হাসান আদনানের ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’, মাহমুদ হাসানের ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’ এবং নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদের ‘শব্দের ভেতর ঘর’।

নির্মাতা আহসান স্মরণ

প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘‘সাধারণত দেখা যায় তরুণদের বানানো শর্টফিল্মগুলো চলচ্চিত্র উৎসবকেন্দ্রিক হয়ে থাকে বা নির্দিষ্ট কিছু দর্শক–শ্রেণির মধ্যে প্রদর্শন করতে হয়। এরপর সেগুলো আর দেখানোর বা দেখার উপায় থাকে না। সেই সুযোগ তৈরি করতেই চরকির এই উদ্যোগ।’’

চরকির লিড বিজনেস অ্যান্ড গ্রোথ ফয়সাল রহমান বলেন, ‘‘তরুণদের উৎসাহ এবং কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আমরা নতুন দর্শক তৈরি করতে চাই। তরুণ নির্মাতা ও কলাকুশলীদের নিয়ে এ চেষ্টা অব্যাহত থাকবে।’’

চরকির ক্রিয়েটিভ প্রডিউসার আল–আমিন হাসান নির্ঝর জানান, অনেকগুলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে ভিন্ন ধরনের গল্প, নির্মাণশৈলীর পাঁচটি শর্টফিল্ম তারা বাছাই করেছেন। এরই মধ্যে অনলাইনে প্রকাশ পেয়েছে শর্টফিল্মগুলোর টিজার। মন্তব্যের ঘরে দর্শকেরা জানিয়েছেন ভালো লাগার কথা এবং শুভকামনা।

‘আকাশে’ শর্টফিল্মটি ড্রামা, কমেডি ঘরানার। যার কাহিনি নুরুদ্দীন নামের এক তরুণের আকাশে যাওয়ার স্বপ্ন নিয়ে। এর নির্মাতা আহসান স্মরণ বলেন, ‘‘আমার ফিল্ম আকাশে চরকিতে মুক্তি পেয়েছে, এর চেয়ে আনন্দের আর কোনো সংবাদ আমার কাছে নেই। চরকির এই উদ্যোগকে সম্মান জানাই। এটা আমার মতো অনেক নতুন ফিল্ম মেকারকে বড় কাজের অনুপ্রেরণা জোগাবে।’’

নির্মাতা আবীর ফেরদৌস মুখর

‘সুব্রত সেনগুপ্ত’ শর্টফিল্ম নির্মিত হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের চিত্রনাট্য অবলম্বনে।

নির্মাতা আবীর ফেরদৌস মুখর বলেন, ‘‘আমার সৌভাগ্য হয়েছিল কিছুদিন তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্টে কাজ করার। সেখানেই প্রথম এই চিত্রনাট্যের সঙ্গে পরিচয়। ক্যাথরিন মাসুদের অনুমতিতে আমরা এই কাজ শুরু করি। মূল চিত্রনাট্যের আবহ বজায় রেখে আমরা আমাদের ভাবনা যোগ করেছি।’’

নব্বইয়ের দশকের শেষের দিকে পরিবার, সমাজ, প্রেম, ধর্ম, রাজনীতির মতো বিভিন্ন কারণ কীভাবে সুব্রত সেনগুপ্তর জীবনকে প্রভাবিত করেছিল, তা ধীরে ধীরে প্রকাশিত হয় এ শর্টফিল্মে।

পরিচালক মাহমুদুল হাসান আদনান

ড্রামা ঘরানার শর্টফিল্ম ‘দ্য স্কাই গেটস গ্লুমি অ্যাট নাইট’। এর নির্মাতা মাহমুদুল হাসান আদনান বলেন, ‘‘বানানোর প্রায় তিন বছর পর আমার কাজ ‘দ্য স্কাই গ্লুমি অ্যাট নাইট’ চরকির মাধ্যমে সবার কাছে পৌঁছাতে যাচ্ছে। যা আমার জন্য বড় আনন্দের মুহূর্ত। আমার এই ছবির রিলিজ আমাকে পরবর্তী ছবির দিকে নিয়ে যাবে, এই আশা রাখি।’’

নির্মাতা মাহমুদ হাসান

অনাকাঙ্ক্ষিত ভুল ও বিশ্বাসঘাতকতার জেরে বিভার ব্যক্তি, পরিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নির্মম বাস্তবতা। সেখান থেকে পুনরারম্ভ করার গল্প নিয়ে নির্মিত ‘ইতিবৃত্ত কিংবা বাস্তবতার পুনরারম্ভ’।

এর নির্মাতা মাহমুদ হাসান বলেন, ‘‘দর্শকের সামনে আমার প্রথম সন্তানের মুখ দেখানোর দায়িত্ব চরকিকে দিতে পেরে আমি বেশ নিশ্চিন্ত বোধ করছি।’’

নির্মাতা ফুয়াদ

‘শব্দের ভেতর ঘর’–এর কাহিনি গড়ে উঠেছে বন্ধুত্ব ও স্বপ্ন–বাস্তবতার কঠিন লড়াইয় নিয়ে। এর নির্মাতা ফুয়াদ বলেন, ‘‘আমাদের এই জার্নি মূলত উপকূলীয় অঞ্চলের, যেখানে আমরা বলতে চেয়েছি, যে সমুদ্র আমাদের জীবন বাঁচায়, সেই সমুদ্র আমাদের জীবন গ্রাস করে। আমাদের সিনেমা চরকিতে রিলিজ হয়েছে এবং আমার কাছে মনে হয় চরকি বাংলাদেশে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নতুন এক যাত্রা শুরু করতে যাচ্ছে।”

মন্তব্য করুন


Link copied