নিউজ ডেস্ক: চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে নেমেই বিপাকে পাকিস্তান। ইনিংসের প্রথম বলে উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান।
এশিয়া কাপের ১৭তম আসরের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীর এই রোমাঞ্চকর লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
টি-টোয়েন্টিতে দুই দল ১৩টি ম্যাচে অংশ নেয়। এর মধ্যে ১০টিতেই ভারত জিতেছে। শেষবার তাদের দেখা হয়েছিল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। কম রানের এক রুদ্ধশ্বাস ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে দিয়েছিল রোহিত শর্মার দল।
এশিয়া কাপের চলতি আসরের প্রথম ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। টার্গেট তাড়ায় হংকং ৯৪ রানে অলআউট হয়ে ৯৪ রানের ব্যবধানে হেরে যায়।
ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সাঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।
পাকিস্তান: সাহেবজাদা ফারহান, সাইম আয়ুব, মোহাম্মদ হ্যারিস, ফখর জামান, সালমান আলি আঘা, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরফ, শাহিন আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।