আর্কাইভ  বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫ ● ১২ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার
নিয়ম ভেঙে নিয়োগ, অনিয়মেই বাড়লো মেয়াদ

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুর-৩ (সদর) আসনে বঞ্চিতদের প্রচারে বিব্রত বিএনপি, বিভক্তির সুবিধা পাচ্ছে জামায়াত

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

রংপুরে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ সদস্য জেল হাজতে

৮ বিভাগে ৮ দিনে নির্বাচন চায় জাপা

রবিবার, ৩১ জুলাই ২০২২, দুপুর ০৪:৪৬

Advertisement

জাতীয় পার্টির (জাপা) সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শেষ হয়েছে। সংলাপে আট বিভাগে আট দিনে ভোট চাওয়াসহ বেশি কিছু প্রস্তাব করেছে জাপা।

রোববার (৩১ জুলাই) সকালে ইসির সঙ্গে জাপার সংলাপ অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপার প্রস্তাবগুলো হলো-

১. ইভিএমে ভোটগ্রহণ না করা।

২. ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচনের জন্য আট বিভাগে আট দিনে ভোটগ্রহণ করা।

৩. কমিশন আইনের ১২৬ অনুচ্ছেদে পরিবর্তন করা, যাতে কমিশনের কথা না শুনলে কমিশন নিজেই শাস্তির বিধান করতে পারে।

৪. ভোটের আনুপাতিক হারে আসনের প্রস্তাব।

৫. ভোটের সময় নির্দেশনা না মানলে আইনশৃঙ্খলা বাহিনীসহ ইসির অধীনে কর্মরত সব কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন করা।

৬. নির্বাচনি খরচ বাবদ একজন প্রার্থীর ২৫ লাখ টাকা পরিবর্তন করে ৫০ লাখ টাকা করতে হবে।

৭. ইউটিলিটিস বিল, ক্রেডিট কার্ডের বিলের জন্য প্রার্থিতা বাতিলের যে বিধান বর্তমানে বহাল আছে তা বাতিল করতে হবে।

৮. সরকারি কর্মচারীরা অবসরে যাওয়ার পরে সরকারের মালিকানাধীন, আংশিক মালিকানাধীন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে চুক্তিভিত্তিক নিয়োগকৃত ব্যক্তিরা নির্বাচন করতে পারবে না।

এর আগে বেলা ১১টায় মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে জাপার ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন।

এ দিকে বিকেল ৩টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশগ্রহণ করবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা। এর মাধ্যমেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির ধারাবাহিক সংলাপ শেষ হবে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। নিবন্ধিত দলগুলোর মধ্যে বিএনপিসহ ৯টি দল সংলাপ বর্জন করেছে।

মন্তব্য করুন


Link copied