আর্কাইভ  মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫ ● ২৭ কার্তিক ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১১ নভেম্বর ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি করছেন ১৮ কর্মকর্তা

ভুয়া সনদে হিসাবরক্ষণ কর্মকর্তা থেকে উপরেজিস্ট্রার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি করছেন ১৮ কর্মকর্তা

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

দিনাজপুর-২ আসনে বিএনপির ঘোষিত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে প্রতীকী ফাঁসি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

পার্বতীপুরে ৩৩ হাজার ভোল্টেজের ১৭ কিলোমিটার বৈদ্যুতিক তার চুরি

‎লালমনিরহাটে লক্ষ টাকার কিশোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মর্নিং স্টার একাডেমি ‎

বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ০৮:২১

Advertisement

‎লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের নবাবেরহাট আদর্শ ক্লাব কিশোর ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে লালমনিরহাট মর্নিং স্টার ফুটবল একাডেমি।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মর্নিং স্টার ফুটবল একাডেমি ১-০ গোলে কুড়িগ্রাম জেলা দলকে পরাজিত করে শিরোপা অর্জন করে।

‎খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক উপমন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও এক লাখ টাকার প্রাইজমানি তুলে দেন।

‎প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কিশোর ফুটবলারদের উদ্দেশে বলেন,

‎“আজকের এই তরুণ প্রজন্মই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তোমাদের জীবন হবে স্বপ্ন ও সম্ভাবনায় ভরপুর। কিন্তু একটি ভয়ঙ্কর অভিশাপ হলো মাদক। মাদকের ছোবলে যে কোনো মেধাবী কিশোরের স্বপ্ন নষ্ট হয়ে যায়। তাই তোমাদেরকে আমি আহ্বান জানাই, তোমরা কখনো মাদকের কাছে হার মানবে না। খেলাধুলা, শিক্ষা আর সুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলো। খেলাধুলা তোমাদের শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করবে, আর মাদক তোমাদের ধ্বংসের দিকে ঠেলে দেবে।”

‎তিনি আরও বলেন, “খেলাধুলার মাধ্যমে কিশোররা যেমন শৃঙ্খলা শিখে, তেমনি দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। তোমরা খেলাধুলার সাথে থাকো, সমাজ থেকে মাদককে দূরে সরিয়ে দাও। তাহলেই তোমরা হবে জাতির সম্পদ।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎নবাবেরহাট আদর্শ ক্লাবের সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার সুমন বলেন, "এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার কিশোররা যেমন খেলাধুলায় আগ্রহী হচ্ছে, তেমনি তারা মাদকসহ সামাজিক অবক্ষয় থেকে দূরে থাকবে। তরুণ প্রজন্মকে সঠিক পথে রাখতে নিয়মিত খেলাধুলা আয়োজনের কোনো বিকল্প নেই। নবাবেরহাট আদর্শ ক্লাব ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।”

মন্তব্য করুন


Link copied