আর্কাইভ  সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫ ● ১ পৌষ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ১৫ ডিসেম্বর ২০২৫
রংপুরে ৩ মাসে ১৩ খুন, ধর্ষণ ৩৭

রংপুরে ৩ মাসে ১৩ খুন, ধর্ষণ ৩৭

রাজনীতির ‘হার্টবিট’ এখন এভারকেয়ার

রাজনীতির ‘হার্টবিট’ এখন এভারকেয়ার

সুদানে শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

সুদানে শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন

সায়েরের চাঞ্চল্যকর তথ্য
হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন

‘একটা কলে বদলে দিল সব, জেগে উঠল ভেতরের আগুন’

মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, বিকাল ০৭:৩৬

Advertisement

নিউজ ডেস্ক: দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জন্মদিন মঙ্গলবার (২৮ অক্টোবর)। এদিন জীবনের ৪২তম বসন্তে পা রাখলেন এই তারকা। 

বিশেষ এই দিনটিতে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন বাঁধন। সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের একটি সাদাকালো ছবি। ফেসবুকের সেই পোস্টে বাঁধন লিখেছেন চড়াই উতরাইয়ের কথা।

বাঁধন লেখেন, আজ আমার ৪২তম জন্মদিন। কী দারুণই না ছিল এই যাত্রা! ৪০ পার করার পর জীবন যেন একেবারে বদলে গেল। একটা বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ, আর দেশের জুলাই আন্দোলনের পরের অস্থিরতা- এই দুই ঘটনাই আমাকে গভীর বিষণ্নতায় ডুবিয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা ছিল আমার অসুস্থতা, কিন্তু এই দুই আঘাত যেন আগুনে ঘি ঢেলে দিয়েছিল।

সেই সময়ে মানসিক পরিবর্তনের সঙ্গে নিজের শারীরিক পরিবর্তন হয়েছিল বলে জানান বাঁধন। তার কথায়, ১৭ কেজি ওজন বেড়ে গেল, আর আমি ভাবতাম- ‘সব শেষ। আমার জীবন এখানেই থেমে গেল।’ নিজের শরীরের ভেতরেই আমি বন্দি হয়ে গিয়েছিলাম। শরীর ব্যথা করত, হাঁটুতে যন্ত্রণা, পিঠে টান, আর মনে ঘন কুয়াশার মতো একটানা দুঃখের মেঘ। অনেক দিন শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতাম ঘণ্টার পর ঘণ্টা।

এরপরই উঠে দাঁড়ান বাঁধন। তিনি লেখেন, সেই দিনগুলো ছিল একেবারে অন্ধকার। কিন্তু না, পৃথিবী শেষ হয়ে যায়নি। আমি বেঁচে গেছি। আমি সবসময়ই বেঁচে যাই। তারপর একদিন একটা ফোন এল- একজন পরিচালকের কাছ থেকে, যার সঙ্গে কাজ করার স্বপ্ন আমি অনেকদিন ধরে দেখতাম। সেই ফোন কলটাই বদলে দিল সবকিছু। আবার জেগে উঠল আমার ভেতরের আগুন, উদ্যম, বাঁচার ইচ্ছা।

যোগ করে বাঁধন ওই পোস্টে লেখেন, এখন আমি প্রতিদিন ব্যায়াম করি। আবার নিজেকে জীবিত মনে হয়। আর সত্যি বলছি- জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনই কাটাচ্ছি। কারণ আমরা মানুষ, সুপারহিরো নই। আমরা ভাঙি, হোঁচট খাই, কষ্ট পাই, হারাই, আবার জোড়া লাগি, উঠি আর বেঁচে থাকি। তাই আমার জন্য শুভকামনা রাখো- কারণ আমার চল্লিশের দশকটাই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে দারুণ অধ্যায় হয়ে উঠেছে।

সবশেষে বাঁধন লেখেন, আমি এখন আরও পরিণত, শান্ত, সংযত। আর সবচেয়ে বড় কথা- আমি নিজেকে গভীরভাবে ভালোবাসি।

আলোচিত ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে ক্যারিয়ারে ঘুরে দাঁড়ান বাঁধন। কান চলচ্চিত্র উৎসব সিনেমাটি দেশের হয়ে ইতিহাস তৈরি করে। এই সিনেমার পরেই বদলে যায় বাঁধনের ক্যারিয়ার।

মন্তব্য করুন


Link copied