আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

‘এশা মার্ডার’ দেখতে নারী দর্শক বেশি আসছেন: বাঁধন

সোমবার, ১৬ জুন ২০২৫, রাত ০১:৪০

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন অভিনীত নতুন সিনেমা 'এশা মার্ডার' মুক্তি পেয়েছে ঈদের দিন। পরিচালনা করেছেন সানী সানোয়ার।

বাঁধন অভিনয় করেছেন পুলিশ অফিসারের চরিত্রে।

'এশা মার্ডার' মুক্তির পর থেকে এখন পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন বাঁধন। কখনো টেলিভিশন চ্যানেলে যাচ্ছেন সিনেমা নিয়ে কথা বলতে, কখনো যাচ্ছেন বিভিন্ন হলে দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া কাছ থেকে দেখতে, কখনো পত্রিকার সঙ্গে সময় দিচ্ছেন।

ইতোমধ্যে বেশ কয়েকটি হলে গিয়েছেন। নিজে হলে গিয়ে চারবার 'এশা মার্ডার' দেখেছেন। মা, একমাত্র মেয়ে ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গেও একবার দেখেছেন।

বাঁধন বলেন, আমার মা 'এশা মার্ডার' দেখে খুব ইমোশনাল হয়েছেন। মার অনুভূতি প্রকাশ আমার ভালো লেগেছে। আমার মেয়ে 'এশা মার্ডার' দেখে বলেছে, এশা মার্ডার আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি অভিনয়। মেয়ের এই কথাটি ভালো লেগেছে। কাছের মানুষরাও প্রশংসা করছেন।

বিভিন্ন হলে যাওয়ার ফলে অনেক দর্শকের সঙ্গে কথা হয়েছে বাঁধনের। তিনি বলেন, একজন দর্শক আমাকে বলেছেন, নায়ক ছাড়াও সিনেমা হয়। তার এই কথা মুগ্ধ করেছে আমাকে।

ঈদের দিন রাজধানীর একটি হলে গিয়ে বাঁধন দেখতে পান, দর্শক কিছুটা কম। পরের দিন হলে গিয়ে দেখেন দর্শক কিছুটা বেড়েছে। তারপরের দিন দেখতে পান আরও দর্শক বেড়েছে। বাঁধন বলেন, দিনকে দিন 'এশা মার্ডার; সিনেমার দর্শক বাড়ছে। গতকাল ভালোই দর্শক ছিল। আশা করছি সামনে আরও বাড়বে।

এদিকে 'এশা মার্ডার' সিনেমার বেশিরভাগ দর্শক নারী। অবশ্য এই সিনেমা নারীপ্রধান গল্পের। নারীপ্রধান গল্পের অন্যতম প্রধান চরিত্রটি করেছেন বাঁধন। তিনি বলেন, এশা মার্ডার দেখতে নারী দর্শক বেশি আসছেন। সিনেমাটি দেখে অনেক নারী দর্শক কেঁদেছেনও।

এক প্রশ্নের জবাবে বাঁধন বলেন, পুরুষ দর্শকও এই সিনেমা দেখে কেঁদেছেন। দর্শকরা প্রশংসা করছেন। সরাসরি কথা বলছেন আমার সঙ্গে। এশা মার্ডার দেখে তাদের প্রশংসা ভালো লাগছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দর্শকরা আমার সিনেমার পাশে আছেন। তারা দেখার পর ভালো লাগার কথাটি অন্য দর্শকদের বলছেন। কৃতজ্ঞতা তাদের প্রতি।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাঁধন বলেন, সাংবাদিকরা এই সিনেমার পাশে আছেন। তাদের ভালোবাসা পাচ্ছি। তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।

মন্তব্য করুন


Link copied