আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

‘বিশ্ব চিন্তা দিবসে’ রংপুরে প্রথম হলো সুহহানা নূরী

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, বিকাল ০৫:৩০

Advertisement Advertisement

রংপুর ব্যুরো: হাজারো চিন্তার মাঝে ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পালন করা হয়েছে 'বিশ্ব চিন্তা দিবস’।

বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এবং বিশ্ব চিফ গাইড লেডি ব্যাডেন পাওয়েলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আমাদের পৃথিবী, আমাদের সমৃদ্ধ ভবিষ্যৎ : পরিবেশ ও বৈশ্বিক দারিদ্র্য’।

অন্যান্য দেশের মতো বাংলাদেশের সকল বিভাগ ও জেলা সহ বিভাগীয় নগরী রংপুরেও নানা আয়োজনে দিবস টি পালন করেছে রংপুর আঞ্চলিক কমিটি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিশ্ব চিন্তা দিবস ২০২৪ পালন করে। সারাবিশ্বে ১৫২টি দিবসটি পালন করা হয়।

বিশ্ব চিন্তা দিবস উপলক্ষে ক্রোড়পত্রে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নয়ন ও শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের পাশাপাশি তরুণীদেরও সমানভাবে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, রংপুর অঞ্চলের অলিক সেইলার সুমাইয়া তাবাসসুম বলেছেন রংপুরে নানান আয়োজনে পালন করা হয়েছে বিশ্ব চিন্তা দিবস’,যেমন হলদে পাখিদের চিত্রাংকন,গাইডদের ফেলনা জিনিস দিয়ে খেলনা তৈরি,রেঞ্জারদের দিকনির্নয় দৌড়,গাইডারদের চোখ বেঁধে দৌড় আর কমিশনারদের পৃথক অনুষ্ঠান, স্থানীয় এবং জাতীয় দৈনিকে ক্রোড় পত্র প্রকাশ করা হয়েছে। 

চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুবহানা নূরী। বিজয়ী দের পুরস্কার তুলে দিয়েছেন রংপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেনুমা তারান্নুম, সভাপতিত্ব করেন আঞ্চলিক কমিশনার ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফরিদা ইয়াসমীন, বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কমিশনার, সৈয়দা খালেদা আখতার, আঞ্চলিক কোষাধ্যক্ষ ওয়ালেদা বেগম, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও জেলা কমিশনার সাকীলা ইসলাম শিল্পী, উপস্থিত ছিলেন হাসিনা সুলতানা জাহান,স্থানীয় কমিশনার, হলদে পাখি'র সদস্য,গাইড রেনজার, কর্মকর্তা কর্মচারীসহ প্রায় ৫৩০ জন।

 

মন্তব্য করুন


Link copied