আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

‘হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত’

রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, বিকাল ০৬:১৩

Advertisement Advertisement

নিউজ ডেস্ক ;  ‘শেখ হাসিনা ভারতের জন্য অনেক করেছেন, তাকে আজীবন থাকতে দেওয়া উচিত’ বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক কূটনীতিক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা মণি শঙ্কর আইয়ার। তিনি বলেছেন, ‌‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে যতদিন ইচ্ছা থাকার অনুমতি দেওয়া উচিত।’

শনিবার রাতে ১৬তম এপিজে কলকাতা সাহিত্য উৎসবের সাইডলাইনে বার্তাসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। আইয়ার জানান, তিনি খুশি যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গত মাসে ঢাকায় গিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, এই আলোচনা অব্যাহত রাখা উচিত ও ভারতের উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ে যোগাযোগ স্থাপন করা।

বাংলাদেশ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবির বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি খুশি যে তাকে আশ্রয় দেওয়া হয়েছে। আমি মনে করি, আমরা যতদিন প্রয়োজন, এমনকি যদি সেটা তার (শেখ হাসিনা) সারা জীবনের জন্যও হয়, তাকে অতিথি হিসেবে রাখা উচিত।’

মন্তব্য করুন


Link copied