নিউজ ডেস্ক: ভোরবেলা হাঁড়ি-পাতিল ধোয়া, রান্না আর সংসারের নিত্য দিনের কাজ সামলে যখন গ্রামীণ নারীরা একটু অবসর নেন। এখন সেই সময়ই তাদের হাত ভিজে থাকছে কাদামাটিতে। ধীরে ধীরে সেই মাটির ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবীমূর্তির কাঠামো। খড়ের গায়ে মাটি মেখে আকার দেন, রোদে শুকিয়ে তোলেন, আবার কখনো তুলির আঁচড়ে দেন রঙ।...