আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

অভিষেকেই সেঞ্চুরি, ইতিহাসের পাতায় জাকির

শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২, দুপুর ০৪:২১

ডেস্ক: অভিষেক টেস্টটা স্মরণীয় করে রাখলেন তরুণ ব্যাটার জাকির হাসান। দারুণ ছন্দ দেখিয়ে সেঞ্চুরি করে ফেললেন জাকির হাসান। অভিষেকে চতুর্থ বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে তিন অঙ্কের ঘরে তিনি। ২১৯ বলে ১৩ চার ও ১ ছয়ে শতক উদযাপন করেন এই ব্যাটসম্যান।

তবে সেঞ্চুরির পর আর ছয় বল টিকে ছিলেন। ২২৪ বলে ১০০ করে রবিচন্দ্রন অশ্বিনের বলে বিরাট কোহলিকে ক্যাচ দেন জাকির। ২০৮ রানে চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ।

সেই সঙ্গে টেস্ট অভিষেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড এখন জাকির হাসানের। বাংলাদেশের হয়ে আগের সেরা ছিল জাভেদ ওমর বেলিমের। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে তিনি অপরাজিত ছিলেন ৮৫ রানে।

মন্তব্য করুন


Link copied