আর্কাইভ  শনিবার ● ১০ জুন ২০২৩ ● ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শনিবার ● ১০ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: ঢাকা-১৭ আসনে আ.লীগের মনোনয়ন পেলেন আরাফাত       রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা       প্রেমিকাকে ধর্ষন পলাতক প্রেমিক গ্রেপ্তার       বিদ্যুৎখাতে দুর্নীতি ও লুটপাটের প্রতিবাদে রংপুরে বিএনপি’র অবস্থান কর্মসূচি       গাইবান্ধা ও কুড়িগ্রামবাসির স্বপ্নের তিস্তা সেতুর নির্মাণ কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে       

আবার হাসপাতালে খালেদা জিয়া

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, বিকাল ০৭:১৪

ডেস্ক: শারীরিক পরীক্ষা করাতে আবারও হাসপাতালে গেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার (১৩ নভেম্বর) পৌনে ছয়টার দিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।

তার চিকিৎসায় যুক্ত একটি দায়িত্বশীল সূত্র জানায়, আবারও বেশ কদিনের জন্য চিকিৎসা নিতে হবে খালেদা জিয়াকে। শারীরিক কিছু প্যারামিটার ‘অস্বাভাবিক’ আসায় তাকে নিবিড় চিকিৎসাধীন থাকতে হবে।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, গুলশানের বাসা ফিরোজা থেকে সন্ধ্যায় এভার কেয়ারে আসেন খালেদা জিয়া। চিকিৎসকদের পরামর্শেই এসেছেন। বিস্তারিত তারাই জানাবেন।

এর আগে, শনিবার খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়ার তথ্য জানিয়ে চিঠি দেওয়া হয় ডিএমপি কমিশনারের কাছে। চিঠিতে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার উল্লেখ করেছেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হবে। আসা-যাওয়ার পথে প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান সাত্তার।

সূত্র জানায়, খালেদা জিয়া হাসপাতালে থাকতে অপারগ হওয়ায় তাকে বাসায় নেওয়া হয়েছিল। ওই সময় কিছুটা সুস্থবোধ করায় চিকিৎসকরাও বাসায় নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন। তবে, এবার বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকতে হবে বলে জানায় ওই সূত্র।

এদিকে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দিতে দলীয় বা পারিবারিকভাবে কোনও চেষ্টা চলছে কিনা প্রশ্নে সূত্র জানায়, ‘কে চেষ্টা করবে, এমন কোনও তৎপরতা নেই।’

শনিবার সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের পক্ষ থেকে ব্রিফ করা হতে পারে বলে জানায় দলীয় সূত্র।

প্রসঙ্গত, এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ২৭ দিন চিকিৎসা নেওয়ার পর ৭ নভেম্বর বাসায় ফেরেন খালেদা জিয়া।

মন্তব্য করুন


 

Link copied