আর্কাইভ  শুক্রবার ● ৯ মে ২০২৫ ● ২৬ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৯ মে ২০২৫
ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ভারতশাসিত কাশ্মীরে ব্ল্যাকআউট, জম্মু বিমানবন্দরে বিস্ফোরণ

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

পাকিস্তানে ভারতের হামলার নাম ‘অপারেশন সিঁদুর’ কেন?

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

সীমান্তবর্তী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীর সঙ্গে অমিত শাহ’র জরুরি বৈঠক

ঈদের সকালের স্নিগ্ধ সাজ

বুধবার, ২৬ মার্চ ২০২৫, বিকাল ০৭:২২

Advertisement

নিউজ ডেস্ক:  পবিত্র মাহে রমজানের পর আসে খুশির ঈদ। এই দিনটিকে ঘিরে থাকে সীমাহীন আনন্দ আর উৎসবের আমেজ। ঈদের দিন সকাল থেকে শুরু হয় ব্যস্ততা, তবে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করাটাও গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের সাজগোজের প্রতি থাকে আলাদা মনোযোগ। ঈদের দিন সকালে সাজ হওয়া উচিত সহজ, ন্যাচারাল এবং আরামদায়ক।

ঈদের দিন সকাল মানেই আত্মীয়-স্বজনের আগমন, রান্নাবান্নার ব্যস্ততা এবং ঘর গোছানোর কাজ। তাই সকালের সাজ হওয়া উচিত হালকা এবং স্বাভাবিক। অধিকাংশ নারীই এই সময় আরামদায়ক সুতি পোশাক পরতে পছন্দ করেন। আর পোশাকের সঙ্গে মানানসই মেকআপ আপনাকে দেবে স্নিগ্ধ ও প্রাণবন্ত একটি লুক।

সকালের সাজের আগে ত্বকের পরিচর্যা করা অত্যন্ত জরুরি। তাই মেকআপের আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর ব্যবহার করতে হবে ময়েশ্চারাইজার ও সানব্লক। এতে ত্বক থাকবে সতেজ এবং সুরক্ষিত।

সকালের সাজে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। ন্যাচারাল লুক পেতে হালকা কনসিলার ব্যবহার করা যেতে পারে। টোন অনুযায়ী কনসিলারের সঙ্গে সামান্য কমপ্যাক্ট পাউডার ব্যবহার করলে ত্বক দেখাবে আরও মসৃণ ও উজ্জ্বল।

আইশ্যাডোর ক্ষেত্রে হালকা গোলাপি বা ব্রাউন শেড ব্যবহার করা যেতে পারে। চোখের আকর্ষণ বাড়াতে কাজল বা আইলাইনার ব্যবহার করুন। মাশকারা লাগালে চোখ আরও উজ্জ্বল দেখাবে।

হালকা ব্লাশন ব্যবহার করলে গাল ফ্রেশ দেখাবে। গোলাপি বা পিচ টোনের ব্লাশ ব্যবহার করলে স্বাভাবিক সৌন্দর্য বজায় থাকবে।

সকালের জন্য উজ্জ্বল কিন্তু বেশি গাঢ় নয় এমন লিপস্টিক নির্বাচন করুন। পার্পেল, মেরুন বা কফি শেডের লিপস্টিক ভালো মানাবে।
লিপগ্লস ব্যবহার করলে ঠোঁট আরও আকর্ষণীয় লাগবে।

ঈদের সকালটা আরামদায়ক রাখার জন্য চুল খোলা রাখতে পারেন। ব্লো ড্রাই করে বা সামান্য কার্ল করে দিলে চুলের সৌন্দর্য আরও বেড়ে যাবে। চাইলে সরল বিনুনি বা হালকা খোঁপার মাধ্যমেও নতুনত্ব আনতে পারেন।

ঈদের দিনে সাজসজ্জার মূলমন্ত্র হলো আত্মবিশ্বাস। তাই যে সাজই করুন না কেন, তাতে স্বাচ্ছন্দ্যবোধ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ন্যাচারাল এবং স্বস্তিদায়ক সাজ আপনাকে করে তুলবে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।

মন্তব্য করুন


Link copied