স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ মাদক মামলার আসামী মাদ্রাসা ছাত্র বশির উদ্দিন নীলফামারী জেলা কারাগারে বসে রবিবার(৩০ এপ্রিল) থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। সে দিনাজপুরের পাবর্তীপুর উপজেলার বাঘাছড়াগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ও বাঘাছড়া দাখিল মাদ্রাসার ছাত্র। তার পাবর্তীপুরের ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল।
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা কারাগারের জেলার আবু নূর মো. রেজা। তিনি বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলায় মাদ্রাসা ছাত্র বশির উদ্দিন গত ২১ এপ্রিল হতে জেল হাজতে থাকায় তার আবেদনের পরিপ্রেেিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারে বসে পরীক্ষা দেয়ার এই সুযোগ দিয়েছে।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ওই শিক্ষার্থী জেলে থেকে জেল সুপারের মাধ্যমে নীলফামারী জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসএসসি সমমান দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করে। আদালত তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা নিতে মাদ্রাসা বোর্ড কন্ট্রোলারকে নির্দেশ দেন এবং আদালতের নির্দেশ মোতাবেক তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করতে বলা হলে আমরা তার ব্যবস্থা করে দিয়েছি।