আর্কাইভ  শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫ ● ১৪ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ২৮ নভেম্বর ২০২৫
যে কারণে হাসিনার মামলায় লড়বেন না জেড আই খান পান্না

যে কারণে হাসিনার মামলায় লড়বেন না জেড আই খান পান্না

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া

হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

হাসিনাকন্যা পুতুলের ৫ বছরের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

গাজায় চরম খাদ্যসংকট: এক মুঠো খাবারের জন্য প্রতিমুহুর্তে লড়াই করছে

সোমবার, ৭ এপ্রিল ২০২৫, বিকাল ০৫:১৩

Advertisement

নিউজ ডেস্ক: ফিলিস্তিনি গাজা উপত্যকায় চরম খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। প্রতিদিন এক মুঠো খাবারের জন্য সংগ্রাম করছে সেখানকার সাধারণ মানুষ। অপুষ্টি ভয়াবহভাবে বাড়ছে শিশুদের মধ্যে। গাজায় জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর ভারপ্রাপ্ত পরিচালক স্যাম রোজ এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্যে ফিরে রোজ বলেন, “সত্যিই কেউই এখন পর্যাপ্ত খাদ্য পাচ্ছে না। মানুষ চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা সামান্য খাবারের খোঁজ করছে। তারা দীর্ঘ সময় খাদ্যহীন অবস্থায় থাকছে। শিশুদের মধ্যে অপুষ্টির হার ভয়াবহভাবে বেড়েছে।”

তিনি আরও বলেন, তারা এখন দুর্ভিক্ষে আছে কি না, সেটি বিতর্কের বিষয় হতে পারে, তবে বাস্তবতা হলো- তারা চরম দুঃসহ পরিস্থিতির মধ্যে রয়েছে এবং নিজেদের অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে পারছে না।

গাজায় এই মানবিক বিপর্যয়ের বিষয়ে স্যাম রোজ জানান, গত ১৬ মাস ধরে আমরা গাজায় একইরকম করুণ দৃশ্য দেখে যাচ্ছি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের পর শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৫০ হাজার ৬৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, প্রকৃত নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়েছে।

মন্তব্য করুন


Link copied