আর্কাইভ  বুধবার ● ৩০ জুলাই ২০২৫ ● ১৫ শ্রাবণ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৩০ জুলাই ২০২৫

ঘূর্ণিজাদুতে জয় দেখছে বাংলাদেশ

শনিবার, ৫ জুলাই ২০২৫, রাত ১১:০২

Advertisement

নিউজ ডেস্ক: বাংলাদেশের স্পিনজালে ফেঁসে যাচ্ছে লঙ্কানরা। তানভীর ইসলাম। শামীম পাটোয়ারী এবং মেহেদী হাসান মিরাজ মিলে স্বাগতিকদের চেপে ধরেছেন। ১৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে চারিথ আসালাঙ্কার দল। লঙ্কানদের ৭ উইকেটের মধ্যে ৬টি-ই ঝুলিতে পুরেছেন বাংলাদেশের স্পিনাররা।

 

শুরুটা করেছিলেন পেসার তানজিম সাকিব। দ্বিতীয় ওভারেই তুলে নেন লঙ্কান ওপেনার পাতুম নিসাঙ্কার উইকেট। এরপর শুরু তানভীর ম্যাজিক। টানা দুই ওভারে নিশান মাদুশকা এবং ফিফটির মাইলফলক ছোঁয়া কুশল মেন্ডিসকে ফেরান তিনি।

এরপর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কাকে তানভীরের তালুবন্দি করিয়ে সাজঘরের পথ দেখান খণ্ডকালীন স্পিনার শামীম। অন্যদিকে পাঁচ ম্যাচ পর ওয়ানডেতে উইকেটের দেখা পেয়েছেন অধিনায়ক মিরাজ। লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তানজিম সাকিবের ক্যাচ বানিয়ে বল হাতে ছন্দে ফিরেছেন তিনি।

এই দুই উইকেটের মাঝে কামিন্দু মেন্ডিস এবং দুনিথ ওয়েলালাগেকেও সাজঘরের পথ চেনান ঘূর্ণিবাজ তানভীর।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে ৭ উইকেটে ১৭০ রান তুলেছে বাংলাদেশ। জয়ের জন্য ৭২ বলে ৭৯ রান প্রয়োজন লঙ্কানদের, আর সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের চাই ৩ উইকেট।

মন্তব্য করুন


Link copied