আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫ ● ২৯ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৩ নভেম্বর ২০২৫
‘আমি খুব করে বাঁচতে চেয়েছি’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি’ লিখে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ‘আত্মহত্যা’

রংপুরের সড়ক হবে নিরাপদ ও যানজটমুক্ত-  ডিসি ট্রাফিক

বিশেষ সাক্ষাৎকার
রংপুরের সড়ক হবে নিরাপদ ও যানজটমুক্ত- ডিসি ট্রাফিক

রংপুরে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

রংপুরে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতা গ্রেপ্তার

আবু সাঈদ সেদিন দুবার গুলি খেয়েছিলেন

আবু সাঈদ সেদিন দুবার গুলি খেয়েছিলেন

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরমব্রত-পিয়া

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, রাত ০১:১৬

Advertisement

নিউজ ডেস্ক: জন্মের তিন মাস পর প্রথমবার পুত্র সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন ওপার বাংলার অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও তার স্ত্রী পিয়া চক্রবর্তী। তাদের একমাত্র ছেলের নাম রাখা হয়েছে নিষাদ।

গত ১ জুন বাবা হন পরমব্রত। এতদিন এই দম্পতি তাদের সন্তানকে আড়ালে রেখেছিলেন। অবশেষে সামাজিক মাধ্যমে তারা ছেলের ছবি প্রকাশ করেন; প্রকাশের পরপরই তাদের ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইয়ে দেয়।

দুজনেই যেহেতু গান ভালোবাসেন, তাই ছেলের নামও রেখেছেন সুরের সঙ্গে মিলিয়ে। ‘নিষাদ’ হলো ভারতীয় শাস্ত্রীয় সংগীতের সাতটি সুরের শেষতম সুর। এই নামের আরেকটি অর্থ হলো— যাকে দুঃখ কখনও স্পর্শ করতে পারে না। পরমব্রত ও পিয়া আদর করে তাদের ছেলেকে ‘নডি’ নামেও ডাকেন।

ছেলের জন্মের আগে পরমব্রত জানিয়েছিলেন, তিনি পিতৃত্বকালীন ছুটি নেবেন এবং সন্তানের বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তের সঙ্গী হবেন। পিয়াও নিশ্চিত করেছেন, পরমব্রত সেই কথা রেখেছেন এবং সন্তান লালন-পালনের দায়িত্বে সমানভাবে ভাগ নিচ্ছেন।

এর আগে এক সাক্ষাৎকারে পিয়া জানান, ছেলেকে দেখতে কার মতো হয়েছে, তা তারা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারেননি। তবে ছেলের মুখে দুজনেরই ছাপ রয়েছে। পিয়া জানান, ছেলে নিষাদকে পরমব্রত আদর করে ‘জুনিয়র’ নামে ডাকেন, কারণ তাদের দুজনেরই জন্ম একই মাসে।

মন্তব্য করুন


Link copied