স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর জলঢাকা উপজেলায় ট্রাকের ধাক্কায় সহিদার রহমান (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে। রবিবার(৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে উপজেলার গোলনা ইউনিয়নে জলঢাকা-ডোমার সড়কে খারিজা গোলনা দিঘীরপাড় নামকস্থানে এঘটনা ঘটে। সহিদার ওই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ময়মনসিংহ পাড়ার আব্দুল খালেকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম বলেন, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। কোন অভিযোগ না থাকায় নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।