আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী        অনিয়ম হলে গাইবান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল করবে ইসি       কুড়িগ্রামে মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিচ্ছিন্ন       
 width=

নিখোঁজের ৬ মাস পর কঙ্কাল উদ্ধার, মালা-চুড়ি দেখে মাকে শনাক্ত ছেলের

বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২, রাত ১০:০৭

রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় নিখোঁজের ছয় মাস পর ডোবা থেকে শেরজান বিবি (৯৩) নামে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার ভাড়ড়া গ্রামের একটি ডোবার পানার নিচে এই কঙ্কাল পাওয়া যায়।

কঙ্কালের সঙ্গে পাওয়া মালা ও হাতের চুড়ি দেখে তাকে শনাক্ত করেন তার ছেলে লুৎফর হোসেন।  শেরজান বিবি (৯৩) বানেশ্বর ইউনিয়নের ভাড়ড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের স্ত্রী।

লুৎফর হোসেন বলেন, ছয় মাস আগে আমার মা বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকালে হাড়গোড় উদ্ধারের খবর শুনে সেখানে গিয়ে গলার মালা ও হাতের চুড়ি দেখে মাকে শনাক্ত করি।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ভাড়ড়া গ্রামের একটি ডোবায় স্থানীয়রা মাছ ধরছিল। এ সময় ডোবার পানি শুকিয়ে পানা সরালে কঙ্কাল বেরিয়ে আসে। কঙ্কাল উদ্ধার করে পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরও বলেন, ওই বৃদ্ধা নিখোঁজ হওয়ার পর থানায় অবগত করেননি তার পরিবারের সদস্যরা। তবে এখনও কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

মন্তব্য করুন


Link copied