আর্কাইভ  বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩ ● ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৮ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: আদানির কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু       নীলফামারীতে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম রাজস্ব খাতে নিতে স্বারকলিপি প্রদান       নীলফামারীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন       নীলফামারীতে শিশু শ্রম নিরসন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত       নীলফামারী র‌্যাব-১৩ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার      

নীলফামারীতে ঈদের জামাতে লাখো মুসল্লি বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত

শনিবার, ২২ এপ্রিল ২০২৩, দুপুর ১২:১৫

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ পরিবেশ শীতল ও রোদের উত্তাপ থেকে স্বস্তি পেতে ঈদের জামাতে বিশেষ দোয়া করা হয়। শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের অনুষ্ঠিত জামাতে লাখো মুসল্লি মোনাজাত করেন। 
ঈদের নামাজের ইমামতি করেন শহরের কেন্দ্রীয় বড় মসজিদের খতিব মওলানা খন্দকার মোঃ আশরাফুল হক নুরী। এ সময় বিশ্ব মুসলিমের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের জামাতে নামাজ আদায় করতে আসেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কোলাকুলি করেন। নিজেদের মধ্যে কুশল বিনিময় শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। জামাত শেষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ উপস্থিত মুসল্লিদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। 
ইদগাহ ময়দানে মুসল্লিদের উদ্দ্যেশে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হান, পৌর মেয়র জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। 
পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ঈদের আনন্দ অসহায়দের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই মূল আনন্দ রয়েছে। প্রতি বছর ময়দানে মুসল্লি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা চেষ্টা করেছি ঈদগাহের উন্নয়নের। ভবিষ্যতে আরও উন্নতি হবে ইনশাআল্লাহ। 
একই সময় শহরের মোড়লের ডাঙ্গায় অবস্থিত জেলার মডেল মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে প্রতি বছরের ন্যায় জেলার সর্ববৃহৎ ঈদের জামাত সকাল ১০টায় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়। মাঠে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট জেলার ৬০টি গ্রাম ছাড়াও বিভিন্ন স্থানের প্রায় দেড় ১ লাখ মুসল্লি ঈদের জামাত আদায় করেন। এখানে ঈমামতী করেন মওলানা তছলিম উদ্দিন। 
উল্লেখ্য, নীলফামারী জেলার ৬টি উপজেলায় এ বছর ৪ শতাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

মন্তব্য করুন


 

Link copied