স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারী সরকারি কলেজের পুকুর থেকে দুই কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(১৫ নভেম্বর) দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে নেমে শিশু দুইটির লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত সাফরিন জান্নাত আফরিন(৭) সোনালী ব্যাংক নীলফামারী শাখার জেষ্ঠ কর্মকর্তা ও জেলা সদরের চাপড়াসরমজানি ইউনিয়নের বাবড়িঝাড় গ্রামের মতিউর রহমানের মেয়ে এবং রাফিয়া আক্তার তানহা(৭) পৌর শহরের বিসমিল্লাহ কম্পিউটার ল্যাবের মালিক ও সদরের কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী গ্রামের জহিরুল ইসলাম মাসুদের মেয়ে। তারা নীলফামারী কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার পাশাপাশি বাসায় ভাড়ায় থাকেন ও শিশু দুইটি নার্সারী শ্রেণিতে পড়ে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, পরিবারের সকলের অগরে নীলফামারী সরকারি কলেজের পুকুরে সিড়িতে সাফরিন, তানহা ও সাফরিনের ছোট ভাই আলফি(৪) খেলা করছিল। হঠাৎ পা পিছলে সাফরিন ও তানহা পুকুরে পরে যায়। কলেজ বন্ধ থাকায় প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেনি। কলেজ হোস্টেলের শিক্ষার্থীরা আলফি কান্না শুনতে পেয়ে পুকুরের কাছে গেলে পুকুরের পানিতে শিশু দুইটির মরদেহ ভাসতে দেখতে পায় তারা। দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়াস সার্ভিসের সদস্যরা এসে পুকুরে নেমে দুই কন্যা শিশুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
নীলফামারী সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দিন জানান, শিশু দুটিকে উদ্ধার করে নীলফামারী ২৫০ শষ্যা আধুনিক জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিহার রঞ্জন বলেন, শিশু দুটিকে শনিবার বেলা পৌনে ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, প্রক্রিয়া শেষে শিশু দুইটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।