আর্কাইভ  শনিবার ● ২৩ আগস্ট ২০২৫ ● ৮ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

♦ যোগাযোগ রাখছেন কেন্দ্রেও
♦ নির্বাচনে আগ্রহীরা ঘুরছেন এলাকায়
রাজনীতিতে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ

মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

কুমিল্লায় সড়ক দুর্ঘটনা
মা–বাবার সঙ্গে দুই ছেলের একসঙ্গে যাত্রা, একসঙ্গেই মৃত্যু

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

নারী কাণ্ডে চাকরি হারালেন বেরোবি সমন্বয়ক রহমত

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

চীন যাচ্ছেন নাহিদসহ এনসিপির ৮ নেতা

নীলফামারীতে প্রবাসীদের হাউজ বিল্ডিং লোন প্রতারকচক্রের চার সদস্য গ্রেপ্তার

রবিবার, ২০ জুলাই ২০২৫, দুপুর ০৩:৪৭

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিদেশে কর্মরত বাংলাদেশীদের সহজ শর্তে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভনে পাঁচ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী সদর থানা পুলিশ। অভিযানে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন আলামতও জব্দ করা হয়েছে। 
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইটাপির এলাকার রাকিবুল ইসলাম (২৫) ও মশিয়ার রহমান (৩৫), কামারপাড়ার মমিন উদ্দিন (২২) এবং বাবরীঝাড় ফকিরপাড়ার ফরিদ (২৪)।

শনিবার(১৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রবিবার (২০ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযোগ মতে, ওই চক্রটি প্রবাসে কর্মরত বাংলাদেশিদের লক্ষ্য করে নিজেদের বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন কর্মকর্তা পরিচয় দিয়ে ডিজিটাল প্লাটফরমের মাধ্যমে সহজ শর্তে লোন দিয়ে বাড়ি তৈরীর ব্যবস্থা করার প্রলোভন দিয়ে আসছে। চক্রের ফাঁদে পড়ে অনেকে লাখ লাখ টাকা খুঁয়েছে। এমন একজন গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার দোপাচালা গ্রামের আব্দুল হকের ছেলে জাহিদ ইসলাম নামের সৌদী প্রবাসীকে বাড়িতৈরীর জন্য দুই কোটি টাকা লোন দেয়ার নামে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ জুলাই) ভুক্তভোগীর পরিবারের পক্ষে নীলফামারী সদর থানায় করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়। নীলফামারী পুলিশ সুপার এ. এফ. এম. তারিক হোসেন খানের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম আর সাঈদ বলেন, অভিযানে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, একাধিক সিম, বিকাশ অ্যাকাউন্টের ব্যবহৃত মোবাইল সেট এবং নগদ এক লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। তিনি জানান, এ ঘটনার পাশাপাশি চক্রের গ্রেপ্তারকৃত চার সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও বেশ কিছু প্রবাসীর সঙ্গে একই কৌশলে প্রতারণার কথা স্বীকার করেছে বলে উল্লেখ করেন ওসি।

মন্তব্য করুন


Link copied