আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪ ● ৫ চৈত্র ১৪৩০
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ মার্চ ২০২৪
 width=
 
 width=
 
শিরোনাম: কমলো সোনার দাম       রংপুরের আলু যাচ্ছে এশিয়ার বিভিন্ন দেশে       গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!       চার ঘণ্টা পর উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন চলাচল স্বাভাবিক       ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন      

 width=
 

নীলফামারীতে ফেরদৌস-অপুর সঙ্গে নাচলেন লাখো দর্শক

সোমবার, ২০ মার্চ ২০২৩, সকাল ০৯:৪৮

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ চলচ্চিত্রে আগের মতো ব্যস্ততা না থাকায় মাঝে মধ্যে মঞ্চে পারফর্ম করছেন রুপালি পর্দার দুই অভিনয়শিল্পী ফেরদৌস আহমেদ ও অপু বিশ্বাস। রুপালি পর্দায় অভিনয়ে যেমন দর্শকদের মুগ্ধ করেছেন, তেমনি কয়েক বছর ধরে মঞ্চেও লাখ লাখ দর্শককে আনন্দ দিয়ে যাচ্ছেন তারা। 
সেই ধারাবাহিকতায় শনিবার(১৮ মার্চ) সন্ধ্যায় নীলফামারীতে নাগরিক সংবর্ধনা কমিটির আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী। তাদের নাচের তালে দোল খেয়েছেন এ অঞ্চলের দেড় লাধিক মানুষ। 
জেলার বড়মাঠে মন মাতানো পারফরম্যান্স করেন তারা। একই মঞ্চে গানের তালে দর্শকদের মন মাতিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল, জনপ্রিয় ব্যান্ড লালনের শিল্পী সুমি।
এর আগে ওই মঞ্চে নীলফামারী পৌরসভায় ছয়বার মেয়র নির্বাচিত ও পুনরায় বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়। নাগরিক সংবর্ধনা কমিটি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
নাগরিক সংবর্ধনা কমিটি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার ফাইটে সৈয়দপুরে নামেন অপু- ফেরদৌস ও বাকি শিল্পীরা। এরপর তাদের ফুল দিয়ে বরণ করেন নাগরিক সংবর্ধনা কমিটির নেতারা। জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর সন্ধ্যায় কনসার্টে অংশ নেন তারা।
এদিকে কদিন আগে থেকেই অপু-ফেরদৌসকে নিয়ে প্রচারণা চালানোয় উদ্দীপনা দেখা দেয় জেলাজুড়ে। ফলে প্রিয় অভিনেতা-অভিনেত্রীকে দেখতে লাখো মানুষের ঢল নামে অনুষ্ঠানস্থলে।
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এ কে এম ডি জোনাব আলী বলেন, শান্তিপূর্ণ অনুষ্ঠান হয়েছে। এত মানুষ হবে ধারণার বাইরে ছিল। দেড়-দুই লাখ মানুষ হওয়ায় আমাদের ভিআইপি ও অতিথি চেয়ারগুলো কিছুটা তিগ্রস্ত হয়েছে। এছাড়া অনুষ্ঠানে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, চলতি বছরের ১২ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত সংগঠনের সভায় নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ পুনরায় সভাপতি নির্বাচিত হন।

মন্তব্য করুন


 

Link copied