আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার       দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী নিহত        সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত      

নীলফামারীতে সন্তান হত্যায় সৎ মায়ের যাবজ্জীবন

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৩, রাত ১১:১১

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মুন্সি পাড়া খেজুর বাগ এলাকায় হারুন অর রশিদ ওরফে নয়নকে(১৭) হত্যার দায়ে সৎ মা মোছাঃ শাহনাজ বেগমকে (৪৭) যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে  আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড প্রদান করা হয়। আসামি রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় পড়ে শোনানো শেষে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। মামলার অপর আসামি ভিকটিমের বাবা আনোয়ার হোসেন মামলা চলাচলাকালিন মৃতুবরন করায় তাকে খালাশ  প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারী) বিকেলে নীলফামারী জেলা ও দায়রা জজ নীলফামারীর বিজ্ঞ বিচারক জনাব মোঃ মাহমুদুল করিমএ রায় ঘোষণা করেন। 
মামলার নথিসূত্রে জানা যায়, ২০১০ সালের ১২ নভেম্বর রাতে ১৭ বছর বয়সী ছেলে হারুন অর রশিদকে মারপিট করেন তার বাবা আনোয়ার হোসেন ও সৎ মা মোছা. শাহনাজ বেগম। এঘটনায় হারুন অর রশিদ অসুস্থ হলে তাকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ও পরে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ স্থানান্তর করা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এঘটনায় পরদিন (১৩ নভেম্বর) বাবা আনোয়ার হোসেন ও সৎ মা মোছা. শাহনাজ বেগমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করেন নিহত হারুন অর রশিদের মা হোসনে আরা। 
পুলিশ তদন্ত শেষে ওই হত্যা মামলায় হারুন অর রশিদের বাবা আনোয়ার হোসেন ও তার (হারুন) সৎ মা মোছা. শাহনাজ বেগমের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে পুলিশ। 
নীলফামারী জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অক্ষয় কুমার রায় এর সত্যতা নিশ্চিৎ করে বলেন, মামলা চলাকালে আসামী আনোয়ার হোসের মৃত্যু হয়। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত উক্ত রায় প্রদান করেন। 

মন্তব্য করুন


Link copied