মমিনুল ইসলাম রিপন রংপুর।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ রংপুর মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর স্টেশন রোড, প্রেসক্লাব, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বরসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
সেখানে বক্তব্য রাখেন, রংপুর সদর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু। তিনি বলেন, ওসমান হাদীর ওপরে নির্মম ভাবে গুলি চালানো হয়েছে। আমাদের সকলের প্রিয় জুলাই যোদ্ধা ওসমান হাদী এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এভার কেয়ার হসপিটালে। ওসমান হাদীর উপরে যারা এই বর্বরোচিত হামলা চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তিনি আরও বলেন, যারা দেশের ও পরিস্থিতি শীল সৃষ্টি করতে চাচ্ছে তাদেরকে আইতে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এ সময় বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপক্ষ নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এই নির্বাচনের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে, যারা ষড়যন্ত্র করছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার তার প্রশাসন অবিলম্বে এই চক্রান্ত ও ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। যদি সরকার ব্যর্থ হয় তাহলে বিএনপি’র সকল স্তরের নেতাকর্মীরা সেই সন্ত্রাসীকে অবিলম্বে প্রতিহত করবে। এসময় সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে, সচেতন থাকার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, এই ফ্যাসিষ্ট দোস ও গুপ্তবাহিনী যেকোনো সময় বাংলাদেশের যে কোন স্থানে যেকোনো ঘটনা ঘটাতে পারে। এজন্য আমাদের দলের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কেউ কোনো রকম অপকর্ম করে পালিয়ে যেতে না পারে। এসময় আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব এ্যাড.মাহফুজ উন নবী ডন, সিনিয়র সদস্য সুলতান আলম বুলবুল,সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান হোসেন, সদস্য সচিব নুর হাসান সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আল ইমরান সুজন, জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, মহানগর কৃষক দলের আহবায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর জাসাস সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।