ম্যাচের দৃশ্য মোড় বদলালো নাটকীয়ভাবে। শেষদিকে রোমাঞ্চও ছড়ালো বেশ।
সাকিব আল হাসান দুর্দান্ত ফিল্ডিং করে দলকে ফেরান ম্যাচে, জিম্বাবুয়ের ব্যাটাররা ব্যবধান কমান বাউন্ডারিতে। শেষ ওভারে ৯ নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে এসে ছক্কা হাঁকিয়ে ভয় ধরান রিচার্ড এনগারাভা। ভালো-মন্দ, চিন্তা, লড়াই, রোমাঞ্চ সবকিছু ছুঁয়ে যাওয়ার পর জয় প্রায় নিশ্চিতই হয়ে যায়। ক্রিকেটার, সমর্থক সবাই শুরু করেন উদযাপন।
কিন্তু নাটকের শুরু সেখানেই। মোসাদ্দেকের করা শেষ বলে স্টাম্পিং করেন সোহান। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। তবে রিপ্লেতে দেখা গেল সোহান বল ধরেছেন স্টাম্পের আগে, নিয়ম অনুযায়ী হয় নো বল। ড্রেসিং রুমের দিকে চলে যাওয়া ক্রিকেটারদের ফিরতে হয় আবার। এরপর ফ্রি হিটে অবশ্য কোন রান করতে পারেনি জিম্বাবুয়ে।
সোমবার ব্রিসবেন ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে নানা নাটকীয়তার পর জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৪৭ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে।