সংবাদ বিজ্ঞপ্তি: পবিত্র রমজান উপলক্ষে রংপুরের মননশীল সাহিত্য পত্রিকা অঞ্জলিকা-র উদ্যোগে শনিবার বিকেলে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অঞ্জলিকা সম্পাদক কবি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের উপ আঞ্চলিক পরিচালক এইচ এম শরিফ, সাংস্কতিক ব্যক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু, অধ্যাপক মোহাম্মদ শাহ্ আলম, লেখক আণোয়ারুল ইসলাম রাজু ,সাপ্তাহিক বর্জ্রকথার সম্পাদক সুলতান আহমেদ সোনা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এস,এম আব্দুর রহিম, টইটই সাহিত্য পত্রিকার সম্পাদক আজহারুল ইসলাম আল আজাদ , রাজ্জাক মুরাদ,বেলাল আহমেদ,ও খন্দকার মাহফুজার রহমান।
অনুষ্ঠানে আলোচনা, কবিতা পাঠ, হামদ নাত পেশ করেন কবি দিনাজী সিরাজ, নাহিদা ইয়াসমিন, হেলেন আরা সিডনী ,মেহেদী মাসুদ,আব্দুল কুদ্দুস, তৈয়বুর রহমান বাবু, সুলতানুর রিফাত, বজলুর রশিদ ,এমাদউদ্দীন আহমেদ, বজলুর রশিদ, নুর-ই এলাহী, রওশন আরা সোহেলী, হেলেন আরা সিডনি, তৈয়বুর রহমান বাবু, বেলাল আহমেদ, এটিএম মোরশেদ, ময়নুল ইসলাম, মো: সুলতামুর রিফাত, সেলিনা সাত্তার শেলী, মেহেদী মাসুদ,জাকির আহমদ, আল আমিন, জাকিয়া সুলতানা চৈতী,, মনিরুজ্জামান মনির এবং সুমাইয়া বিনতে সিফাত সহ রংপুরের নবীন প্রবীণ কবি ও ছড়াকারগণ ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক মাহবুবুল ইসলাম।