আর্কাইভ  রবিবার ● ৫ অক্টোবর ২০২৫ ● ২০ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ৫ অক্টোবর ২০২৫
জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে ঐকমত্য: আলী রীয়াজ

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

বিএনপির সঙ্গে গোয়েন লুইসের বৈঠক, নির্বাচন-রোহিঙ্গা বিষয়ে আলোচনা

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ৩০ লাখ টিকা প্রয়োগের প্রস্তুতি শুরু

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

দিনাজপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম করে নিজের গলায় ছুরি চালিয়ে যুবকের আত্মহত্যা

পাত্তা পাচ্ছে না জাতীয় পার্টি!

মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, দুপুর ১০:২২

Advertisement

অনলাইন ডেস্ক: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অনেকটা একঘরে দেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টি (জাপা)। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় গত তিনটি সংসদ নির্বাচনে অংশ নেওয়ায় দলটি তুমুল সমালোচনার মুখে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপে এখনো আমন্ত্রণ পায়নি দলটি। বর্তমানে রাজনৈতিক মিত্র হিসেবে আর কেউ অবশিষ্ট না থাকায় ‘একলা চলা’র কৌশল নিয়েছে দলটি।

এই পরিস্থিতিতে দলের করণীয় ঠিক করতে গতকাল সোমবার দলটির কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সারা দেশে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতারা।

জাপার কয়েকজন শীর্ষ নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের বিরুদ্ধে এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে মামলা করা হয়েছে। এই অভিযোগ অস্বীকার করে এসব মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীসহ সারা দেশে কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

গতকাল সোমবারের বৈঠকে জাপা চেয়ারম্যান জি এম কাদের দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘একটি চক্র জাতীয় পার্টিকে ছাত্র আন্দোলনের বিপক্ষের দল হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। অথচ আন্দোলনে আমরা সমর্থন দিয়েছি, আমাদের নেতাকর্মীরা আন্দোলনে অংশ  নিয়ে  হামলা-মামলার শিকার হয়ে জেল খেটেছেন। ওই আন্দোলনে হত্যা মামলায় জাতীয় পার্টির নেতাকর্মীদের আসামি করা হচ্ছে।’

জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা আওয়ামী লীগের প্রতিটি কর্মকাণ্ডের বিরোধিতা করেছি। খবর- কালের কণ্ঠ

মন্তব্য করুন


Link copied