আর্কাইভ  মঙ্গলবার ● ১৩ মে ২০২৫ ● ৩০ বৈশাখ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৩ মে ২০২৫
কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

আক্রমণের জন্য সেনা মোতায়েন করছে পাকিস্তান, দাবি ভারতের

বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

যুদ্ধের দামামা
বল এখন ভারতের কোর্টে: পাকিস্তান

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে নীলফামারী টু টুঙ্গিপাড়া ৫৬০ কিমি সাইকেলে যাত্রায় যুবক সুজন

বুধবার, ৮ মার্চ ২০২৩, বিকাল ০৭:৫১

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে নীলফামারী থেকে বাইসাইকেল ৫৬০ কিলোমিটার পথ যাত্রা শুরু করেছেন যুবক সুজাউদ্দৌলা সুজন (৩২)। আজ বুধবার(৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের জিরো পয়েন্ট চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভ চত্বর থেকে ওই যাত্রা শুরু করেন তিনি। 
৫৬০ কিলোমিটার পথ অতিক্রম করে সেখানে পৌঁছে আগামী ১৭ মার্চ। এজন্য প্রতিদিন পাঁচ ঘন্টা বাইসাইকেল চালিয়ে ৭৫ কিলোমিটার করে পথ অতিক্রমের পরিকল্পনা গ্রহন করেছেন নিয়েছেন তিনি। 
জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের উত্তর আরাজি সরমজানী গ্রামের প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদ রঞ্জুর ছেলে সুজন পেশায় ওষুধ ব্যবসায়ী। বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদে। পাশপাশি ওই ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
বাইসাইকেলে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রার বিষয়ে সুজাউদ্দৌলা সুজন বলেন, আওয়ামী লীগ পরিবারে আমার জন্ম। বাবা, দাদা বঙ্গবন্ধুর কৃতিময় জীবনের অনেক গল্প শুনেছি তাদের কাছে। সে থেকে জীবিত বঙ্গবন্ধুকে দেখার সৌভাগ্য না জুটলেও তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সাধ জাগে আমার। সে লক্ষে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে টুঙ্গীপাড়া যাওয়ার পরিকল্পনা ছিল আমার। কিন্তু করোনা দূর্যোগে সেটি সম্ভব না হওয়ায় এখন সেটি বাস্তবায়ন করছি। এজন্য নীলফামারী সদর আসনের সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা আসাদুজ্জামান নূর ও সদর উপজেলা আওয়ামীলীগকে ধন্যবাদ জানাই। 
এরআগে সকার ১০টার দিকে তার ওই যাত্রাকে স্বাগত জানিয়ে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজন করে আনুষ্ঠানিকতার। স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভ চত্বরে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বক্তৃতা দেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মুজিবুল হাসান চৌধুরী শাহিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনছুর ফকির, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা মহিলা যুবলীগের সভাপতি শান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ। 

মন্তব্য করুন


Link copied