আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

বেরোবি শিক্ষকের আসবাবপত্র জব্দ করলেন শিক্ষার্থীরা

শুক্রবার, ৯ আগস্ট ২০২৪, রাত ০৯:৪৮

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমানের বাসার আসবাবপত্র জব্দ করেছেন শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টায় শিক্ষক মশিউর রহমানের আত্মীয়রা পার্কমোড়-সংলগ্ন ভাড়া বাসা থেকে তার আসবাবপত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় সাধারণ শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এসে সেগুলো জব্দ করে বিশ্ববিদ্যালয়ের গোডাউনে জমা রাখেন। আসবাবপত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিজ, আলমারি, খাট, সোফা সেট ইত্যাদি। 
প্রত্যক্ষদর্শীরা বলেন, শিক্ষক মশিউর রহমানের বাসার আসবাবপত্র নেওয়ার জন্য ছয়টি ভ্যান পাঠানো হয়। সেগুলো ভ্যানে তোলার সময় আশপাশের  শিক্ষার্থীরা এসে জমা হয়। এ সময় সমন্বয়করা এসে সেগুলো জব্দ করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবির অন্যতম সমন্বয়ক খোকন ইসলাম বলেন, আমরা জানতে পারি শিক্ষক মশিউর রহমানের আসবাবপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। এ সময় বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা থাকায় আমরা এসে সেগুলো নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোডাউনে জমা রেখেছি। শিক্ষক মশিউর রহমান আবু সাঈদ হত্যার দিন হেলমেট পরিহিত অবস্থায় স্পটে ছিলেন। বিচারের মাধ্যমে তিনি দোষী প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসবাবপত্রের বিষয়ে সিদ্ধান্ত নেবে। দোষী না হলে ফেরত দেওয়া হবে।
আসবাবপত্র নিতে আসা ভ্যানচালক বলেন, আমাদের সঙ্গে চুক্তি হয়েছিলো ছয়টি ভ্যানে করে ঘরের মালামাল এখান থেকে টেক্সটাইল মোড়ে নিয়ে যেতে হবে। তবে ভ্যানে তোলার পর সেগুলো আটকে দেওয়া হয়। 
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ বিশ্ববিদ্যালয়ের ১নং ফটকের সামনে পুলিশের গুলিতে নিহত হন। সেদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে না থাকলেও শিক্ষক মশিউর রহমান কে সেখানে হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায়। এ ছাড়াও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিভিন্ন অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় তিনি ফেসবুকে পোস্ট করেছিলেন, যে শিক্ষার্থীরা নিজেদের রাজাকার বলে তাদের তিনি ক্লাস নেবেন না।

মন্তব্য করুন


Link copied