আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

মাহমুদুল্লাহর অবসর নিয়ে যা বললেন সুজন

শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, বিকাল ০৭:৫৬

Advertisement Advertisement

নিউজ ডেস্ক:  চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এবার তার পথেই হেঁটেছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন রিয়াদ। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। বুধবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন রিয়াদ।

শুধু রিয়াদ-মুশফিকরা নন মাঠ থেকে অবসর নিতে পারেননি তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজারাও। এ নিয়ে বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে হতাশা প্রকাশ করেছেন খালেদ মাহমুদ সুজন।

তিনি বলেন, ‘ওদের ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। বাংলাদেশের ক্রিকেটকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে এসেছিল ওরা। আমি মনে করি, মাঠ থেকে অবসর নেওয়াটা ওদের প্রাপ্য। আমি মনে করি যারা ওদের সমর্থক, যারা ওদেরকে ভালোবেসেছে এত দিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালির মধ্যে ওদের মাঠ থেকে বিদায় দেওয়া।’

তবে সঠিক সময়ে তারা অবসর নিয়েছে এমনটা দাবি করে সুজন বলেন, ‘ওদের ক্যারিয়ারের যে সময়, দুজনেই ভালো সিদ্ধান্ত নিয়েছে। হয়তো ওরা চাইলে আরও কিছুদিন খেলতে পারত। সেটা কতটা ভালো হতো, আমি জানি না। মাঠ থেকে বিদায় নিলে হয়তো আরেকটু ভালো হতো।’

‘মাহমুদুল্লাহ অবসর নিত, গ্যালারি ভরা দর্শক থাকত, মানুষের হাততালিতে বিদায় নিত, সেটা ওর জন্য বড় পাওয়া হতো। আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না। হলে ভালো হতো।’-যোগ করেন তিনি।

মন্তব্য করুন


Link copied