আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

যে ১০ নাম সার্চ কমিটিতে দিয়েছে জাপা

বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০২২, সকাল ০৯:৫২

Advertisement Advertisement

ডেস্ক: নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিতে দলীয় মহাসচিব মুজিবুল হক চুন্নুর স্ত্রী রোকসানা কাদেরসহ ১০ জনের নাম সার্চ কমিটির কাছে প্রস্তাব করেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। 

রাষ্ট্রপতি সঙ্গে সংলাপেও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব রোকসানা কাদেরের নাম প্রস্তাব করেছিল দলটি। সার্চ কমিটিতে দেওয়া নামের তালিকা প্রকাশ করেনি জাপা। তবে দলটির দায়িত্বশীল নেতাদের সূত্রে তালিকা পাওয়াগেছে। তালিকার প্রথম নামটিই রোকসানা কাদেরের। 

এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইদুর রহমান খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক অতিরিক্তি সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, মেজর জেনারেল (অ.) আবু নাসের মো. ইলিয়াস, অবসরপ্রাপ্ত জেলা জজ মো. আবদুল মজিদ, সাবেক অতিরিক্ত সচিব মো. ইউসুফ, অবসরপ্রাপ্ত জেলা জজ শামসুন নাহার বেগম এবং সাবেক সচিব মিখাইল শিপারের নাম।

তালিকার বিষয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, তার দল ১০ জনের তালিকা দিয়েছেন। তাতে কার কার নাম রয়েছে, তা প্রকাশ করা হবে না। নাম প্রকাশ হলে বিতর্ক হতে পারে। আওয়ামী লীগসহ অন্যান্যও দল প্রকাশ করেনি।

জাপা নেতারা নাম প্রকাশ করে মন্তব্য না কলেও একজন প্রেসিডিয়াম সদস্য সমকালের হাতে আসা তালিকারা সত্যতা নিশ্চিত করেছেন। নির্বাচন কমিশনার হতে চান কিনা- এ বিষয়ে রোকসানা কাদেরের বক্তব্য জানাযায়নি। 

১৯৮২ সালে মুজিবুল হক চুন্নুর সঙ্গে বিয়ে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা কাদেরের। বিচারকের চাকরি ছেড়ে এরশাদ শাসনামলে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ১৯৮৬ সালের নির্বাচনে এমপি হয়ে উপমন্ত্রী হন চুন্নু। জাপার তালিকায় তার সাবেক দুই সহকর্মী বিচারকের নাম রয়েছে। খবর-সমকাল

মন্তব্য করুন


Link copied