আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

রংপুরে দিনে গরম রাতে শীত, তাপমাত্রার ব্যবধান ১৪ ডিগ্রি

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, রাত ০৮:২৭

ফাইল ছবি

Advertisement

নিজস্ব প্রতিবেদক :  রংপুর অঞ্চলে বিচিত্র ধরনের আবহাওয়া বিরাজ করছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এতে করে দিনে দাবদাহ বইছে, আবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। 

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। 

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার বিস্তর ব্যবধান থাকায় দিনে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। আবার রাতের বেলা শীত অনুভূত হচ্ছে। ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। প্রায় ঘরেই দেখা দিয়েছে জ্বরসর্দিসহ বিভিন্ন সিজনাল রোগবালাই। 

প্রকৃতির এমন আচরণে কৃষিক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে ক্ষেতে শাকসবজি ও ধান চাষাবাদ হচ্ছে। তাপমাত্রার বৈচিত্র্যের কারণে কাঙ্ক্ষিত ফলন নাও পাওয়া যেতে পারে এমনটা শঙ্কা করা হচ্ছে। এছাড়া উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুর পরিবর্তনের ফলে এই অঞ্চলে তিস্তাসহ অন্যান্য নদীগুলো মরে যেতে বসেছে। অনেক স্থানে নদীগুলো শুকিয়ে ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে। 

রংপুর অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, এই সময়টায় তাপমাত্রায় একটু বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে। তবে কয়েকদিনের মধ্যে এই অঞ্চলে শীতের রেশ থাকবে না। 

মন্তব্য করুন


Link copied