আর্কাইভ  মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত       বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই বোন-ভাই নিহত       বুড়িতিস্তা সেচ প্রকল্প বাতিল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে কৃষকদের মানববন্ধন       নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন       ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির      

 

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, দুপুর ১১:৫২

অনলাইন ডেস্ক: দেশের সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড়ে হেমন্তের শেষ বেলাতেই জেঁকে বসেছে কনকনে শীত। উত্তর পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসের সঙ্গে এ জেলায় তাপমাত্রার পারদ ১০ ডিগ্রির ঘরে নেমেছে। ফলে দিনদিন বাড়ছে শীতের তীব্রতা।

আজ শনিবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এ জেলার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

এর আগে, গতকাল শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.৩ ডিগ্রি সেলসিয়াস ।

এদিকে আবহাওয়া অফিস বলছে, এ জেলা থেকে হিমালয় পর্বত অনেক কাছাকাছি হওয়ার কারণে প্রতি বছর এ জেলায় শীতের তীব্রতা বেশি থাকে। অন্যান্য জেলার তুলনায় আগে ভাগেই শীতের আগমন ঘটে এবং দীর্ঘস্থায়ী হয়ে দেরিতে শীত বিদায় নেয়। তবে তাপমাত্রা আগামী দুই এক সপ্তাহে আরও হ্রাস পাওয়া সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণে গরম কাপড়ে আশ্রয় নিতে শুরু করেছে সাধারণ মানুষরা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, ‘পৌষ মাসে শীতের তীব্রতা বেড়ে যাবে। ’

তিনি জানান, শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। 

এদিকে শীতে বেড়েছে জ্বর, সর্দি, কাশিসহ শীতজনিত নানা রোগব্যাধি। শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য করুন


 

Link copied