ডেস্ক: ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচিত রমনা জোনের এডিসি হারুনকে বরখাস্তের একদিন পরই রংপুরে সংযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারপরই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনার সাথে জড়িত এডিসি সানজিদা আফরিন নিপাকে নিয়ে। বেশ কয়েকটি পত্রিকা নিজস্ব সূত্রে সানজিদাকে রংপুর বদলি করা হচ্ছে বলে সংবাদ প্রকাশ হলেও ভিন্ন কথা বলছে ডিএমপির মিডিয়া বিভাগ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার ফারুক হোসেন বলেছেন, এডিসি সানজিদার বদলির বিষয়টি জানা নেই।
তিনি বলেন, এডিসি সানজিদাকে রংপুর বদলি করার বিষয়ে এখন পর্যন্ত কোনো অর্ডার হয়নি। বদলি বিষয়ে কোনো আদেশের কপিও পাইনি।
এর আগে, পুলিশ সদরদপ্তরের এক সূত্রে বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে- যেখানে বলা হয় এডিসি হারুনকাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে সানজিদার জড়িত থাকার প্রমাণ পেয়েছে। এরপরই তাকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়।
রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হচ্ছে বলেও প্রতিবেদনে জানানো হয়।
প্রসঙ্গ, শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে।
আহত ব্যক্তিরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।