আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: শেখ হাসিনা কথা দিয়ে রেখেছেন, করেছেন স্বপ্ন পূরণ       নীড়হারা আশ্রয়হীন এতিম মুন্নী খুঁজে পেল স্বপ্নের ঠিকানা       প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী       
 width=

সিরাজগঞ্জে বজ্রপাতে ১০ জনের মৃত্যু

বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২, রাত ১১:২৪

ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোরা গ্রামের একটি মাঠে বজ্রপাতে ১০ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে এই ঘটনা হয়। উল্লাপাড়া থানার ‍ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন-উপজেলার শিবপুর গ্রামের মোবারক (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার আলী (৬৩), শাহীন আলী (২১), জান্নাতি (১২) ও নদী (১০) এবং মাটিকোরা গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলাম (৪২) ও রিতু খাতুন (১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক। 

উল্লাপাড়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘তারা মাঠে ধানের চারা তুলছিল। এই সময় বৃষ্টি শুরু হলে সবাই শ্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মন্তব্য করুন


Link copied