নিউজ ডেস্ক: অবরোধ কর্মসূচি স্থগিত করেছে খাগড়াছড়ির জুম্ম ছাত্র-জনতা। শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত ৮ দফা দাবির বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে তারা। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জুম্ম ছাত্র-জনতা জানায়, প্রশাসনের কাছে উপস্থাপিত ৮ দফা যদি সময়মতো ও যথাযথভাবে পূরণ করা না হয়, তবে তারা শান্তিপূর্ণ কিন্তু পুনরায় কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ২৩ সেপ্টেম্বর থেকে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ‘জুম্ম ছাত্র–জনতা'। এই অবরোধ চলাকালে রোববার খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজন মারা যান। এ ঘটনায় সেনাবাহিনীর এক মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিন পুলিশ সদস্য এবং স্থানীয়দের অনেকে আহত হয়েছেন।