আর্কাইভ  রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫ ● ৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৩ নভেম্বর ২০২৫
ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

ঢাকা-থিম্পু দুই সমঝোতা স্মারক সই

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

পঞ্চগড়ে হিমেল বাতাসে বাড়ছে শীতের দাপট

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী

রংপুরে আখতার হোসেন

‘জুলাই সনদ বাস্তবায়নের পর নির্বাচনের সময় ঘোষণা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো‌’ 

শনিবার, ৭ জুন ২০২৫, রাত ০১:৩৭

Advertisement

নিজস্ব প্রতিবেদক:   জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন করার পর নির্বাচনের সময় ঘোষণা করা হলে জনগণের প্রত্যাশা পূরণ হতো।  শুক্রবার (৬ জুন) জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্বাচনের সময় ঘোষণার প্রতিক্রিয়ায় আখতার হোসেন এসব কথা বলেন। রাতে রংপুরের কাউনিয়া উপজেলা এনসিপির কার্যালয় উদ্বোধন করেন আখতার হোসেন।

এ সময় তিনি বলেন, সরকার নির্বাচনের জন্য যে সময়সীমার কথা বলেছে, এই সময়সীমার মধ্যে সংস্কার ও বিচারকে দৃশ্যমান করে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদকে বাস্তবায়ন করে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করতে পারে, সরকার এপ্রিলের মধ্যে নির্বাচনের যে কথা বলেছে, তাতে আমাদের তরফ থেকে কোনো আপত্তি নেই।  

নির্বাচন শুধু যেন আনুষ্ঠানিকতার মধ্যে না থাকে উল্লেখ করে এনসিপির সদস্যসচিব বলেন, নির্বাচন আয়োজনের আনুষ্ঠানিকতা শুধু নয়, নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে আমরা প্রত্যাশা করি, তা যেন বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালীভাবে বহাল হয়। বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রীয় কাঠামো, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ প্রত্যেক জায়গায় যেন গণতন্ত্রের ছোঁয়া আসে। 

বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিবাদী’ উল্লেখ করে নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তে গণপরিষদ ভোটের দাবি জানিয়ে আখতার হোসেন বলেন, আমরা চাই না যে ফ্যাসিবাদী সংবিধান বর্তমানে বাংলাদেশে রয়েছে, এই সংবিধানে বাংলাদেশ পরিচালিত হোক। আমরা একটি নতুন সংবিধান প্রত্যাশা করি। সেই প্রত্যাশার জায়গা থেকে সামনের দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে যাতে বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিতে পারেন, সে নতুন সংবিধান প্রণয়নসহ গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে হবে। 

অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন


Link copied