আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

‘পুরুষের পদোন্নতি পরিশ্রমের ফল, নারীদের ক্ষেত্রে শরীরের বিনিময়’

বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, বিকাল ০৭:৫২

Advertisement Advertisement

বিনোদন  ডেস্ক : অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সামাজিকমাধ্যমে সবসময় তার কোন না কোন বিষয় নিয়ে চর্চা হতেই থাকে। এবার কর্মক্ষেত্রে  লিঙ্গবৈষম্য নিয়ে মুখলেন।

পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে খোলামেল কথা বলেছেন স্বস্তিকা। সাক্ষাৎকারে পুরুষ-মহিলার কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য, কাজের প্রতি দৃষ্টিভঙ্গি, এবং পেশাদার জীবনে তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। এই কথাগুলি কেবল স্বস্তিকার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং সমগ্র সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, মহিলাদের ক্ষেত্রে শরীরের বিনিময়। তার মতে, সমাজে এখনও মহিলাদের দক্ষতা এবং কাজের প্রতি ভালোবাসা উপেক্ষিত হয়, বিশেষ করে কর্মক্ষেত্রে। পুরুষরা যখন পদোন্নতি পায়, তখন তাকে তাদের পরিশ্রম এবং যোগ্যতা হিসেবে দেখা হয়, কিন্তু মহিলা কর্মীরা সেরকম প্রশংসা পান না। বরং তাদের পদোন্নতির পিছনে অনেক সময় শারীরিক সম্পর্ক বা সৌন্দর্যের বিষয়টিকে সামনে আনা হয়।

স্বস্তিকা আরও যোগ করেছেন, ২০২৫ সালেও মহিলাদের কর্মক্ষেত্রে অধিকারের জন্য সংগ্রাম করতে হয়। অর্থাৎ, বর্তমান সমাজে এবং ইন্ডাস্ট্রিতে লিঙ্গবৈষম্য এখনও বিদ্যমান।

স্বস্তিকা তার কাজের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তিনি তাঁর সাম্প্রতিক ওয়েব সিরিজ “নিখোঁজ ২”-এর ব্যাপারে বলেছেন, এই সিরিজে আগের ঘটনাগুলোর সমাধান করা হবে। দর্শকদের কাছ থেকে ইতিমধ্যেই অনেক ভালো প্রতিক্রিয়া পেয়েছেন। সামাজিক মাধ্যমে অনেকেই তার চরিত্রের প্রশংসা করছেন।

বর্তমান সমাজমাধ্যমের অবস্থার ওপরও নিজের মতামত প্রকাশ করেছেন স্বস্তিকা। তিনি বলেন, “সামাজিক মাধ্যমে শিল্পীদের ভেতরের লড়াইগুলো এখন প্রকাশ্যে চলে আসছে।” এছাড়া, শিল্পী এবং তাদের অনুরাগীদের মধ্যে কিছু বিদ্বেষমূলক ঘটনা দেখা যাচ্ছে, যা বেশ উদ্বেগজনক। স্বস্তিকা মনে করেন, শিল্পীদের উচিত তাদের অনুরাগীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে আরও সতর্ক থাকা।

বয়সের সঙ্গে সঙ্গে সৌন্দর্য ধরে রাখার ব্যাপারে স্বস্তিকা বলেন, আমি যদি কখনও মনে করি যে কিছু পরিবর্তন প্রয়োজন, তবে আমি বোটক্স করাবো। 

তবে তিনি এও বলেন, সৌন্দর্য কখনও অভিনয়ের মূল বিষয় নয়, তার জন্য অভিনয়টাই আসল। আমার যদি কখনও মনে হয় যে কিছু পরিবর্তন প্রয়োজন, আমি সেটা করাবো, তবে সেটা অন্যদের দেখে নয়, আমার নিজের ইচ্ছায়।

স্বস্তিকা বলেন, তিনি বৃদ্ধ বয়স পর্যন্ত কাজ করে যেতে চান। তাঁর মতে, অভিনয়ের মাধ্যমে নতুন চরিত্রে নিজেকে তুলে ধরাই আসল বিষয়, আর সে কারণে তিনি দীর্ঘদিন কাজ করার বিষয়ে আশাবাদী।

স্বস্তিকা তার সাক্ষাৎকারে বলেন, আমাদের সমাজের অবস্থান এখনও তেমন বদলায়নি। তিনি আরও বলেন, কিছু বিষয় নিয়ে আন্দোলন হলেও বাস্তবে সেই সমস্ত পরিবর্তন সমাজে দৃশ্যমান হয়নি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আরজি কর আন্দোলন। স্বস্তিকা জানান, আন্দোলনটা স্থগিত হলেও তিনি তার জন্য বারবার সময় বের করে অংশগ্রহণ করতে প্রস্তুত ছিলেন।

নতুন বছরে স্বস্তিকার পরিকল্পনা অনেক কিছু করার। তিনি জানান, মুম্বইয়ে বেশ কিছু কাজের সুযোগ পেয়েছেন, এবং বাংলা ইন্ডাস্ট্রিতে যাঁদের সঙ্গে কাজ করেননি, তাঁদের সঙ্গে কাজ করবেন।

মন্তব্য করুন


Link copied