আর্কাইভ  শুক্রবার ● ৪ জুলাই ২০২৫ ● ২০ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ৪ জুলাই ২০২৫

শেষদিকে জ্বলে উঠা ব্রাজিলের নয়ে ৯

শুক্রবার, ৮ অক্টোবর ২০২১, দুপুর ১০:৪২

Ad

ডেস্ক: শুরুতেই পিছিয়ে পড়ার পর শেষ দিকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ব্রাজিল। ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের জয়যাত্রা ধরে রাখে। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ৩-১ গোলে জিতেছে ব্রাজিল। চলতি আসরে ৯ ম্যাচে এটি তাদের নবম জয়। শুক্রবার ভোরে ঘরের মাঠেই হারার শঙ্কায় ভুগছিল ব্রাজিল। এ ম্যাচে খেলেননি দলটির সেরা তারকা নেইমার জুনিয়র। একাদশ মিনিটে এরিক রামিরেসের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। ডান দিক থেকে ইয়েফেরসন সোতেলদোর চমৎকার ক্রস পেনাল্টি স্পটের কাছে ঠেকানোর চেষ্টায় ভারসাম্য হারিয়ে পড়ে যান মার্কিনিয়োস ও ফাবিনিয়ো। অরক্ষিত হয়ে পড়া গোলপোস্টে শট নিয়ে গোলরক্ষক আলিসনকে পরাস্ত করেন রামিরেস। গোল করেই ডিফেন্সিভ হয়ে যায়নি ভেনিজুয়েলা। প্রতি-আক্রমণে মাঝে মধ্যেই ভীতি ছড়াচ্ছিল তারা। ২৩তম মিনিটে লুকাস পাকেতার পাসে ডি-বক্সে বল পেয়ে যান এভেরতন রিবেইরো। তার শটে পা ছোঁয়ান নাউয়েল ফেরারেসি। কিন্তু তা ক্রসবারে লেগে ফিরে আসে। সে যাত্রায় বেঁচে যায় ভেনেজুয়েলা। ৪৩তম মিনিটে আদালবের্তো পিনারান্দার শট ঠেকিয়ে দেন আলিসন। প্রথমার্ধে যোগ করা সময়ে ডি বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড পাকেতা। ১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে নেমে গোল শোধ করবে কি উল্টো আরো একটি হজম করতে বসেছিল ব্রাজিল। ৫০তম মিনিটে ডি-বক্সের কাছেই প্রতিপক্ষের একজনকে পাস দিলে বল চলে যায় ভেনেজুয়েলার খেলোয়াড়ের পায়ে। তবে সে সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়াতে পারেনি পেসেইরোর শিষ্যরা। ৫৭তম মিনিটে অবশ্য ভেনিজুয়েলার জালে বল জড়িয়েছিলেন চিয়াগো সিলভা। রাফিনিয়ার ফ্রি কিকে দর্শনীয় হেডে বল জালে পাঠান চেলসির এই ডিফেন্ডার। কিন্তু অফসাইডে তা বাতিল করে দেন রেফারি। ম্যাচে চলে আরো ১২ মিনিট। ৭০ মিনিট পেরিয়ে গেলেও কাঙিক্ষত গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। সমর্থকরা হারের শঙ্কায় ভুগছিল। ৭১তম মিনিটে অবশেষে দলকে সমতায় ফেরান মার্কিনিয়োস। এবারো সেই রাফিনিয়ার কর্নারে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে গোলরক্ষককে পরাস্ত করেন মার্কিনিয়োস। এই গোলের পরই যেন ব্রাজিল স্বরূপে ফিরে আসে। ৮৫তম মিনিটে ভেনিজুয়েলার ডি-বক্সে বারবোসাকে ফাউল করেন অস্কার গনসালেস। রেফারির বাঁশিতে পেনাল্টি পায় সফরকারীরা। সফল স্পট কিকে ব্রাজিলকে লিড এনে দেন বারবোসা। নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-১ গোলে জয় নিয়ে ব্রাজিল মাঠ ছাড়বে বলে ধারণা হয়। কিন্তু যোগ করা ছয় মিনিটে ফের প্রতিপক্ষের জালে তৃতীয়বারের মতো বল জড়িয়ে দেন এন্থনি। রাফিনিয়ার কাটব্যাকে গোলমুখে বল পেয়ে যান তিনি। গোলরক্ষক শট কোনোমতে ফিরিয়ে দিলেও ফিরতি বলে ঠিকানা খুঁজে নেন কিছুক্ষণ বদলি নামা এই ফরোয়ার্ড। রেফারির শেষ বাঁশিতে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তিতের দল।এ জয়ের পর ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে ব্রাজিল। দিনের অন্য ম্যাচে অংসখ্য সুযোগ হারিয়ে প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে দলটি।১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে ভেনেজুয়েলা।

মন্তব্য করুন


Link copied