আর্কাইভ  মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫ ● ৪ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৯ আগস্ট ২০২৫

সৈয়দপুরে সেপটিক ট্যাংকে নেমে এক শ্রমিকের মৃত্যু

শনিবার, ১৪ মে ২০২২, রাত ০৮:৪৮

Advertisement Advertisement

স্টাফ রিপোর্টার(নীলফামারী)॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নতুন সেফটি ট্যাংকির সাটারিং খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে মো: কালু (৪৫) নামে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। শনিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দণি নিয়ামতপুর ডাংগাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু ওই ইউনিয়নের কিসামত কামারপুকুর গ্রামের মৃত. আজিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও প্রত্যদর্শী সূত্রে জনা যায়, সৈয়দপুর বাস টার্মিনালের কুলি ও ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তারের বাড়িতে কয়েকদিন আগে নতুন সেফটি ট্যাংকির সাটারিং করে ঢালাই দেওয়া হয়। সেই সেফটি টেংকির সাটারিং খুলতে রাজমিস্ত্রী ট্যাংকির নীচে নামেন। এসময় বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েন কালু। সঙ্গে সঙ্গে তাঁকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে সেখান জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। 

মন্তব্য করুন


Link copied