আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে বলল বাংলাদেশ

জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাজী দানেশ হবে দেশের প্রথম ক্যাশলেস ও ই-নথির বিশ্ববিদ্যালয়

রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২, রাত ০৯:২৩

Advertisement Advertisement

ডেস্ক: ‘ক্যাশলেস ইকোনমি’র সুফল প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, ‘ক্যাশলেস ইকোনমির সুফল পেতে এবং প্রান্তিক পর্যায়ে তা পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এ ধারাবাহিকতায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (হাবিপ্রবি) প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার কাজ চলছে। শিক্ষার্থীরা সেমিস্টার ফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খরচ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এ জাতীয় ক্যাশলেস টুলের মাধ্যমে দিতে পারবেন।’ 

রবিবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২-এ আয়োজিত ‘লেটস টক’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। দেশের তরুণ ও নীতি নির্ধারকদের ভাবনার মধ্যে মেলবন্ধন ঘটাতে ‘সিআরআই’ এর অঙ্গ সংগঠন ‘ইয়াং বাংলা’ এই মতবিনিময় সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। এ সময় এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হাবিপ্রবির সব কার্যক্রম ই-নথির আওতায় আনা হবে। 

তিনি বলেন, ‘অনেক সময় শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপচয় করে এক ভবন থেকে অন্য ভবনে ফাইল নিয়ে ছোটাছুটি করতে হয়। বিষয়টি সহজ করতে ই-নথির মাধ্যমে সেমিস্টার ফি প্রদান বা অন্যান্য কাজগুলো সম্ভব করতে কাজ চলছে।’

এ সময় প্রতিমন্ত্রী আগামী সাত দিনের মধ্যে হাবিপ্রবি উপাচার্যকে বিষয়টি বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে বলেন। প্রয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। 

এছাড়া ‘ক্যাশলেস ইকোনমি’ বিষয়ক আয়োজনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ, ‘আমার দেশ আমার গ্রামের’ সহ-প্রতিষ্ঠাতা সাদেকা হাসান সেজুতি ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান তানজিবা রহমান।

মন্তব্য করুন


Link copied